বিবাদের শেষ যেখানে, ভালোবাসার গান শ🐻ুরু সেখানে। প্রায় এই ছবিই দেখা গেল লন্ডনের রাস্তায়। পাশাপাশি উড়ছে দুই পতাকা। ভারত এবং পাকিস্তানের জাতীয় পতাকা। আর হাতে হাত রেখে, সুরে সুর মেলাচ্ছেন দুই দেশের ইংল্যান্ড প্রবাসীরা। এই ছবিটি যেন হয়ে 🃏থাকল ২০২৩ সালের ভারত-পাকিস্তানের স্বাধীনতা দিবস পালনের অন্যতম সেরা ছবি।
১৫ অগস্ট ভারতে স্বাধীনতা দিবস পালন করা হয়। একই সময়ে স্বাধীনতা পেলেও পাকিস্তানের স্বাধীনতা দিবস এর আগের দিন। অর্থাৎ ১৪ অগস্ট। স্বাধীনতা দিবস দু’টির মধ্যে মাত্র এক দিনের পার্থক্য থাকলেও, দুই দেশের ভাবধারার পার্থক্য অনেকটাই বেশি। কূটনৈতিক স্তরে বামেশাই বিবাদ চলতে থাকে দুই দেশের মানুষ। কিন্তু তার মধ্যেই লন্ডনে বসবাসকারী দুই দেশের নাগরিকরা পরস্পরের পাশে দাঁ🀅ড়িয় উদযাপেন করলেন স্বাধীনতা দিবস। আর সেখানে গলা মেলালেন অন্য দেশের গানের সঙ্গেও।
লন্ডনের রাস্তার এই গানের ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা গিয়েছে, এক গায়ক প্রথমে ‘জয় হো’ গানটি গেয়েছেন। সেখানে গলা মেলাচ্ছেন উভয় দেশের মানুষই। এর পরে তিনি ‘সন্দেশে আতে হ্যায়’ গানটি গান। তখন ভারতীয়দের ♑সঙ্গেই গলা মেলান পাকিস্তানের পতাকা হাতে ধরা মানুষও। এর পরে আর এক গায়ক ‘দিল দিল পাকিস্তান’ গানটি গান। সেই সময়ে তাঁর সঙ্গে গলা মেলান পাকিস্তানের মানুষ। থেমে থাকেননি কিছু ভারতীয়ও। তাঁরাও প্রতিবেশী দেশের মানুষে💎র সঙ্গে গলা মিলিয়েছেন। সব মিলিয়ে বন্ধুতের সুরে মেতে উঠেছে লন্ডনের রাস্তা।
ভিডিয়োর একেবারে শেষে দেখা গিয়েছে, এআর রহমানের সুরের গান ‘মা তুঝে সালাম’ গানটি সকলে মিলে একসঙ্গে গেয়েছেন দুই দেশের মানুষ। অনেকেই বলেছেন, লন্ডনের রাস্তা পেরিয়ে এ দৃশ্য যদি ভারত পাকিস্তানের মাটিতে হত, তাহলে হয়তো মিটে যেত বহু সমস্যাই🥀।