দিনের বেলা হঠাৎ অন্ধকার। না, কোনও ঝড় বা সূর্যগ্রহণ নয়। তুরস্কের ইস্তাম্বুলে দিনের বেলা হঠাত্ই ৫ মিনিটের জন্য নেমে এল অন্ধকার। এক বিশাল কালো মেঘে ঢেকে যায় সারা শহরে♌র আকাশ।
জনপ্রিয় টুইটার অ্যাকাউন্ট তানসু ইয়েগেন (@TansuYegen)ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ থেকে একটি ১৯ সেকেন্ডের ভিডিয়ো পোস্ট করা হয়েছে। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, ঠিক 🎶কীভাবে সারা শহর হঠাত্ অন্ধকারে ঢেকে যাচ্ছে।
বুধবার পোস্ট করা ভিডিয়োতে লক্ষ লক্ষ ভিউ এসেছে। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের অনেকেই এই ঘটনার পিছনে নানা বৈজ্ঞানিক কারণ ব্যাখা করেছেন। আরও পড়ুন: আজ রাজ্যের ৯ জেলায় হবে বর্ষণ, বাকি জেলাগুলিতে কবে নামবে বৃষ্টি? গরম কবে কমবে?
'এটা মনে হয় ম্যাম্যাটাস ক্ꦦলাউড,' কমেন্টে লিখেছেন এক ব্যবহারকারী।
ম্যাম💫্যাটাস মেঘ সাধারণত সমুদ্র উপকূলেই বেশি দেখা যায়। বিশাল চাদরের আগকারে এই মেঘ হয়। হাওয়ার সঙ্গে এক লহমায় তা উড়ে আসে। সাধারণ মেঘের মতো বিচ্ছিꦯন্ন আকারে হয় না।
ম্যাম্যাটাস শব্দটি নামটি লাতিন শব্দ 'মামা' থেকে এসেছে। এর অর্থ স্তন। ম্যামাটাস ক্লাউডের নিচে পাউচের আকারে ঝুলন্ত অংশ থাকে। আর ঠিক সেই কারণেই এই নামকরণ। স্তন্যপায়ী প♍্রাণীর সঙ্গে এই মেঘের তুলনা করা হয়𒉰।
WMO ইন্টারন্যাশনাল ক্লাউড অ্যাটলাসের মতে, মেঘের এই নীচের অংশগুলি শীতল বাতাসের নীচে নি✱মজ্জিত হয়ে, উষ্ণ বাতাসের মধ্যে উপর দিয়ে উঠতে থাকে। আর সেই কারণেই এমন পকেটের মতো অংশ তৈরি হয়।
ম্যাম্যাটাস ✅মেঘের 🅠ক্ষেত্রে প্রায়শই অ্যাভিল মেঘ এবং তীব্র বজ্রঝড় দেখা যায়।
ম্যাম্যাটাস মেঘ দেখতেও যেমন ভয়ানক, তেমনই এটি আসন্ন ঝড় বা অন্য চরম আবহাওয়ার পূর্বাভাস বলা যেতে পারে। এই মেঘ সাধারণত কয়েকশো মাইল পর্যন্ত বিস্তৃত 🍎হতে পারে। চলমান অবস্থায় কোনও স্থানে ১০-১৫ মিনিট পর্যন্ত দৃশ্যমান হতে পারে। অনেক সময়ে ঝড়-বৃষ্টির পরেও ম্যামাটাস মেঘ দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এই জাতীয় ম্যামাটাস ক্লাউডের ছবি ভাইরাল হয়। এই দৈত্য মেঘ 🌌এক কথায় 'ভয়ঙ্কর সুন্দর'।