মঙ্গলবার এক হাইভোল্টেজ ঘোষণায় রাজ্যে নতুন রাজধানীর নাম জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন মোহন রেড্ডি। এক সাংবাদিক সম্মেলন করে তিনি জানান যে এবার থেকে অন্ধ্রপ্রদেশের নয়া রাজধানী বিশাখাপত্তনম। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন যে কৃষ্ণা নদীর পাশে অমরাবতীতে🌜 তাঁর সরকার বড়সড় কোনও প্রকল্পে অংশ নিতে চলেছে।
উল্লেখ্য়, অন্ধ্রপ্রদেশ থেকে তেলাঙ্গানার অংশ বিচ্ছিন্ন হয়ে রাজ্যের আকার নেওয়ার ৯ বছর পর ঘোষিত হল এই রাজধানীর নাম। উল্লেখ্য, তেলাঙ্গানার রাজধানী হায়দরাবাদ হওয়ার পর এবার অন্ধ্রের রাজধানীর নাম হিসাবে উঠে এল বিশাখাপত্তনম। দিল্লিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ওয়াইএসআর জগনমোহন রেড্ডি বলেন, 'আমি সকলকে বিশাখাপত্তনমে আমন্ত্রণ করছি। আর কিছুদিনের মধ্যেই যা আমাদের রাজধানী হয়ে যাবে। আর কয়েক মাসে আমি নিজেও বিশাখাপত্তনমে চলে যাচ্ছি।' একইসঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন,'আমরা একটি গ্লোবাল সামিট আয়োজন করছি। মার্চের ৩-৪ তারিখ (বিশাখাপত্তনমে)।' তিনি এরপর বলেন, ‘(আমি চাই) সকলকে আমন্ত্রণ জানাতে ব্যক্তিগতভাবে যাতে আপনারা সকলে সেখানে উপস্থিত থাকে🔯ন। ’ প্রসঙ্গত, আন্তর্জাতিক ‘ডিপ্লেমেটিক অ্যালায়েন্স মিট’-এ অংশ নিয়ে একথা ঘোষণা করেন জগনমোহন রেড্ডি। দিল্লিতে আয়োজিত এই সামিটে অংশ নেন তিনি। সেই মঞ্চ থেকেই দেন বার্তা।
এদিকে, বিশাখাপত্তনমকে অন্ধ্রপ্রদেশের রাজধানী ঘোষণা করার জন্য ৩৩ হাজার একর জমি অমরাবতীর আশপাশের কৃষক ও বাকিদের থেকে অধিগ্রহণ করে জগন সরকার। সেই বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। গত কয়েক বছর ধরে কৃষ্ণার তীরে অমরাবতী এলাকা জুড়ে জমি দখল ঘিরে অন্ধ্রপ্রদেশের রাজনীতি বেশ তপ্ত ছিল।𝄹 সেখানে সামাজিক, অর্থনৈতিক, আইনি ও রাজনৈতিক নানান দিক নিয়ে রাজনীতি তোলপাড়ের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ছিল এই অমরাবতীর জমি অধিগ্রহণ ইস্যু। উল্লেখ্য, ২০১৫ সালে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালীন চন্দ্রবাবু নাইডু বলেছিলেন যে অমরাবতীই হবে রাজধানী। যদিও পরে রাজ্যে ৩টি শহরকে রাজধানী করে রাখার বিষয়টি হাওয়ায় ভাসতে থাকে।
তিনটি রাজধানী নিয়ে যে স্কিমটির কথাꦗ বলা হয়েছিল, তাতে ছিল কুরনুল ও বিশাখাপত্তনম, অমরাব♐তী নিয়ে রাজধানী হবে। এরপর গত বছর মার্চ মাসে সেই তিনটি শহরকে রাজধানী ঘোষণার তত্ত্ব কার্যত উড়িয়ে দেয় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট। একইসঙ্গে অমরাবতীর উন্নয়ন প্রকল্প চালিয়ে যাওয়ার বার্তা দেয় কোর্ট। পরে তিন শহরকে রাজধানী করার আইন প্রক্রিয়া জোরালো হলেও ঘটনায় নাটকীয় মোড় আনে সুপ্রিম কোর্টের বার্তা। সেই রায়ে বলা হয়, 'কোর্ট কোনও সরকার নয়।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক🌠 //htipad.onel𝓀ink.me/277p/p7me4aup
(বিস্তারিত আসছে)