বুধবার লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আলোচনা হবে সংসদে। এরপর বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে লোকসভায়। এই আবহে কেন্দ্রীয় সরকার ও বিরোধীদের মধ্যে এ যেন শক্তি প্রদর্শনের লড়াই হতে চলেছে। এরপর বৃহস্পতিবার রাজ্যসভায় ওয়াকফ বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, স্পিকার ওম বিড়লার নেতৃত্বে লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটি (বিএসি) এই ইস্যুতে আট ঘণ্টার আলোচনায় সম্মত হয়েছেন। (আরও পড়ুন: 🐠‘যেই দেশ সৃষ্টিতে…’, উত্তরপূর্ব ভারত নিয়ে ইউনুসের উস্কানিতে মুখ খুলল কংগ্রেস)
আরও পড়ুন: 💃এ যেন 'অসাধ্য সাধন' ইউনুসের! এবার একজোট রাম-বাম, উঠল 'বাংলাদেশ ভাগের' ডাক
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে জনতা দল (ইউনাইটেড), লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) এবং তেলুগু দেশম পার্টির (টিডিপি) মতো প্রধান শরিকদের সমর্থনের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি। এই দলগুলির সমর্থন পেলে সংসদে পাশ হয়ে যেতে পারে বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল। অন্যদিকে বিরোধী 'ইন্ডিয়া ব্লক' সংসদে ওয়াকফ বিলের বিরোধিতা করার জন্য তাদের যৌথ কৌশল নিয়ে আলোচনা করে মঙ্গলবার। এই ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে বদ্ধপরিকর কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, বাম দলগুলি। (আরও পড়ুন:⛦ ভোটের আগে ওয়াকফ বিল নিয়ে বিহারে চিড় ধরবে NDA-তে? অঙ্ক কষে কোন পথে JDU, LJP-R?)
আরও পড়ুন: ✨ওয়াকফ বিল ঠেকাতে ‘শেষ কার্ড’ AIMPLB-র, BJP-র শরিকদের কাছে চাইল ‘বিশ্বাসের দাম’
লোকসভার সমীকরণ:🥃 লোকসভায় বিলটি পাশ করাতে বিজেপির প্রয়োজন ২৭২টি ভোট। ৫৪২ জন সাংসদের মধ্যে ২৪০ জন বিজেপি, ১২ জন জেডিইউ, ১৬ জন টিডিপি, ৫ জন এলজেপি, ২ জন রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) এবং ৭ জন শিবসেনার সাংসদ রয়েছেন। এনডিএ জোটের সবাই পক্ষে ভোট দিলে লোকসভায় বিল পাশ হবে।
আরও পড়ুন: 🎶দাসপুরে 'জিহাদিদের হাতে আক্রান্ত' সন্ন্যাসী, হাসপাতালে গিয়ে দেখে এলেন শুভেন্দু
রাজ্যসভার সমীকরণ: এদিকে রাজ্যসভায় এনডিএ-র ১২৫ জন সাংসদ রয়েছেন - বিজেপির ৯৮ জন, জেডিইউ-র চারজন, টিডিপির দু'জন, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির তিনজন, শিবসেনার একজন এবং আরএলডির একজন। ২৪৫ সদস্যের রাজ্যসভায় বিলটি পাসের জন্য প্রয়োজন ১১৯ জন সাংসদের সমর্থন। এনডিএ আত্মবিশ্বাসী যে তারা অসম গণ পরিষদ এবং তামিল মান্নিলা কংগ্রেসের মতো দলগুলির (তাদের একজ করে সাংসদ রাজ্যসভায়) পাশাপাশি ছয়জন মনোনীত সদস্যের সমর্থন পাবে। এই আবহে রাজ্যসভাতেও তাদের নম্বর মিলে যেতে পারে। (আরও পড়ুন: ꦅUSA-র 'পালটা শুল্ক' ঘিরে জল্পনা, কোন ৪ সম্ভাব্য পরিস্থিতির মুখে পড়তে পারে ভারত?)