অন্তর্বর্তী সরকারের ১০০দিܫন পূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিলেন 🐓বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। নানা প্রসঙ্গ উল্লেখ করেছেন তিনি। বিদেশের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কতটা সুসম্পর্ক সেটা রীতিমতো ফলাও করে প্রচার করেন তিনি। আর সেটা বলতে গিয়ে তিনি একাধিক দেশের কথা উল্লেখ করেন।
ইউনুস তাঁর ভাষণে বলেন, ‘গণ অভ্যুত্থানে সকল শহিদদের পরিবারকে পুনর্বাসন করা হবে। একজনও বাদ যাবে না। সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে। আহতদের দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহিদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে 🐓একটা পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে। প্রতিটি শহিদ পরিবারকে সরকারের পক্ষ থেকেও ৩০ লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিক❀িৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। জুলাই অভূত্থানের কোনও শহিদ ও আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা ও পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ পড়বে না। এটা অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার।’
তিনি বলেন,' নির্বাচনের ট্⛄রেন যাত্রা শুরু করেছে। এটা আর থামবে না। কিন্তু যেতে আমাদের অনেকগুলো কাজ করে যেতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কবে ꦇপৌঁছবে সেটা নির্ভর করছে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি। আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্য়ের মাধ্যমে। '