ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল বিয়ের আয়োজন ঘিরে। ইরাকের নিনেভেহ প্রভিন্সে ওই বিয়েবাড়ি ঘিরে অগ্নিকাণ্ডের জেরে মৃত্যু হয়েছে শতাধিক জনের। আহতের সংখ্যা ১৫০। এই তথ্য দিয়েছে সংব𝕴াদ সংস্থা রয়টার্স। গোটা বিয়েবাড়ি চত্বর যেন দগ্ধ কঙ্কালের রূপান্তরিত হয়েছিল। সেখানে গিয়েই উদ্ধারে নামে স্থানীয় প্রশাসন। ইরাকের সিভিল ডিফেন্স উদ্ধারে নেমে বেশ কয়েকজনকে উদ্ধার করেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিয়ে বাড়ি যেন নিমেষে পরিণত হল জতুগৃহে। আনন্দের যে উৎসব ঘিরে জমায়েত হয়েছিল, সেই উৎসবে আচমকা📖ই অগ্নিকাণ্ডের জেরে কান্না নেমে আসে। বহুজনই দিকবিদ্বিগ শূন্য হয়ে অগ্নিকাণ্ডের সময় ছুটতে থাকেন। অনেকেই জীবন্ত দগ্ধ হয়েছেন বলে অনুমান, অনেকে শ্বাসরোধ হয়েও মারা গিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। উত্তর ইরাকের এই ঘটনায় তদন্তে নেমেছ💛ে প্রশাসন। ইরাকের ননিনেভেহ শহরের ডেপুটি গভর্নর হাসান আল আলাক বলছেন, তাঁর কাছে শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা ১১৩ জন। যেখানে ইরাকের মিডিয়া বলছে মৃতের সংখ্যা অন্তত ১০০, আহতের সংখ্যা ১৫০ জন।