কয়েকদিন আগেই কিষাণ সম্মান নিধি প্রকল্পের অষ্টম কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা-সহ দেশের ১০ কোটি কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয় ১৯ হাজার কোটি টাকা। তবে যদি FTO জেনারেট হয়ে যাওয়ার পরও কারোর অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে, তাহলে কী করতে হবে? নিচে দেওয়া নম্বরগুলিতে ফোন করে নিজের অসুবিধার কথা জানান:পিএম কিষাণ টোল ফ্রি নম্বর : ১৮০০১১৫৫২৬৬পিএম কিষাণ হেল্পলাইন নম্বর : ১৫৫২৬১পিএম কিষাণ ল্যান্ডলাইন নম্বর : ০১১-২৩৩৮১০৯২, ২৩৩৮২৪০১পিএম কিষাণ নতুন হেল্পলাইন নম্বর : ০১১-২৪৩০০৬০৬পিএম কিষাণের আরও একটি হেল্পলাইন নম্বর : ০১২০-৬০২৫১০৯এছাড়া ইমেল পাঠাতে পারেন : pmkisan-ict@gov.in -এই আইডিতে।কেন্দ্রীয় সরকারের এই পিএম কিষাণ প্রকল্পে ছোটো ও প্রান্তিক কৃষকদের প্রতি বছর ৬ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই টাকা তিনটি কিস্তিতে দেওয়া হয়। প্রতিবার ২ হাজার টাকা করে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়।