শিক্ষায় গেরুয়াকরণ নিয়ে আপত্তি তোলা হচ্ছে, কিন্তু গেরু💎য়া নিয়ে সমস্যাটা কোথায়? সরাসরি প্রশ্ন ছুঁড়ে দিলেন ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া𒐪 নাইডু। পাশাপাশি মেকেলীয় শিক্ষা ব্যবস্থাকে কার্যত দেশ থেকে ছুঁড়ে ফেলার ডাক দিলেন তিনি। তিনি বলেন, ঔপনিবেশিক মানসিকতা থেকে ভারতবাসীকে বেরিয়ে আসতে হবে। ভারতীয় পরিচিতি নিয়ে গর্ব বোধ করতে হবে। এদিন উপরাষ্ট্রপতি দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন, দেশের নতুন শিক্ষানীতির কেন্দ্রে রয়েছে শিক্ষা ব্যবস্থার ভারতীয়ত্বকরণ।এই শিক্ষায় মাতৃভাষার উপর জোর দেওয়া হচ্ছে।
তিনি൩ বলেন𝐆, ‘আমরা শিক্ষার গেরুয়াকরণকে দোষ দিচ্ছি, কিন্তু গেরুয়া নিয়ে সমস্য়াটা কোথায়?’প্রশ্ন তুললেন উপরাষ্ট্রপতি। তিনি ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থার মাধ্যম হিসাবে একটি বিদেশি ভাষাকে চাপিয়ে দেওয়া হয়েছে। এর জেরে এলিটদের মধ্যে শিক্ষা ব্যবস্থা সীমাবদ্ধ থেকেছে।’মন্তব্য় উপরাষ্ট্রপতির।
‘শত বছরের ঔপনিবেশিক শাসন আমাদের মধ্যে হীনমন্যতা ঢুকিয়ে দিয়েছে। আমরা ঐতিহ্যের শিক্ষাকে দূরে সরিয়ে রেখেছিলাম। এভাবেই আমাদের শেখানো হয়েছে। এতে আমাদের জাতির অগ্রগতি রোধ করে দিয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের হেরিটেজ, আমাদের সংস্কৃতি, আমাদের পূর্ব পুরুষদের নিয়ে গর্ব থাকা দরকার। আমাদের শিকড়ে ফিরতে হবে। আমাদের ঔপনিবেশিক মানসিকতা থেকে বেরোতে হবে। আমাদের বাচ্চারা যাতে ভা♚রতীয় পরিচিতি নিয়ে গর্ববোধ করে সেটা শেখাতে হবে। আমাদের পুঁথি পডꦦ়ার জন্য সংস্কৃত শিখতে হবে এটাই জ্ঞানের আকর।’