চলতি মাসে কাতারে অনুষ্ঠিত এক যোগ অনুষ্ঠানে বিশ্ব রেকর্ড তৈরি হয়েছিল। অনুষ্ঠানটুতে ১১৪টি দেশ থেকে লোক অংশ নিয়েছিলেন। আর সেই যোগ অনুষ্ঠানের কথা এবার উঠে এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের ভাষণে। মোদী আজ মন কি বাত অনুষ্ঠানে বলেন, ‘আমরা আজ প্রত্যক্ষ করছি যে কীভাবে বিশ্ব যোগ এবং আয়ুর্বেদের দিকে অনেক বেশি ঝুঁকছে। আপনি গত সপ্তাহে দেখেছেন, কীভাবে একটি নতুন বিশ্ব রেকর্ড তৈরি হয়েছিল যখন ১১৪টি দেশের মানুষ একটি যোগ ইভেন্টে অংশ নিয়েছিল।’এর আগে বাহরিনে ভারতীয় দূতাবাসের তরফে যোগ ইভেন্ট নিয়ে টুইট করে লেখা হয়, ‘ভারতীয় সম্প্রদায় এবং কাতারের জন্য একটি গর্বের এবং ঐতিহাসিক মুহূর্ত। ভারতীয় ক্রীড়া কেন্দ্র সফলভাবে ১১৪টি দেশের মানুষের জন্য যোগব্যায়াম অনুশীলন পরিচালনা করেছে। এর ফলে আমরা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছি।’ সেই টুইট রিটুইট করে আবার প্রধানমন্ত্রী মোদী লেখেন, ‘যোগব্যায়াম সুস্বাস্থ্য এবং সুস্থতার জন্য বিশ্বকে একত্রিত করছে। যোগ অনুশীলনের জন্য বিভিন্ন দেশের লোকেদের একত্রিত করার জন্য দোহায় ভারতীয় দূতাবাস একটি দুর্দান্ত প্রচেষ্টা করেছে।’বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও এই বিষয়ে টুইট করেন। লেখেন, ‘একটি নতুন গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে যোগ। এতে যোগের বৈশ্বিক আবেদন প্রকাশিত হচ্ছে। তা দেখে আমি আনন্দিত। আজ কাতারে এই যোগ ইভেন্টে ১১৪টি দেশের প্রতিনিধিত্ব ছিল। কাতার সরকার, ভারতীয় কমিউনিটি স্পোর্টস সেন্টার এবং অংশগ্রহণকারীদের অভিনন্দন।’