রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাতে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিজের গেঞ্জি ছিঁড়লেন প্রফেশনাল রেসলিং তারকা হাল্ক হোগান। মিলওয়াকিতে অনুষ্ঠিত কনভেনশনে ট্রাম্পের সমর্থনে ভাষণ দিতে মঞ্চে উঠেছিলেন ৭০ বছর বয়সি এই WWE তারকা। বক্তৃতা শেষে তিনি নিজের জামা ছিঁড়ে ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করেন। তিনি ওপরের জামার নীচে লাল রঙের একটি জামা পরেছিলেন। তাতে ট্রাম্প এবং জেডি ভান্সকে ভোট দেওয়ার বার্তা লেখা ছিল। এদিকে হাল্ক হোগানের সেই জামা ছেঁড়ার ভিডিয়ো রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (আরও পড়ুন: 'আমার আর কেউ নাই', ♏ছেলের রক্তাক্ত দেহে মাথা রেখে কান্না মায়ের, কাঁদছে বাংলাদেশও)
আরও পড়ুন: নিজের স্♔ত্রী ভেবে জনসমক্ষে অন্য মহিলাকে চুম্বন করতে গেলেন বাইড꧑েন! ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: লন্ডনে আক্রান্ত পুলিশ, জ্বল💜ল আগুন, ছোড়া হল পাথর, আঙুল মুসলিম কাউন্সিলরের দিকে
উল্লেখ্য, হাল্ক হোগানের আসল নাম টেরি জি বোলিয়া। তিনি ন্যাশনাল কনভেনশনে বক্তব্য রখার সময় ট্রাম্পকে নিজের 'হিরো' আখ্যা দেন। তিনি বলেন, 'গত সপ্তাহে তারা আমার নায়ককে লক্ষ্য করে গুলি করেছিল,তারা মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রপতিকে হত্যা করার চেষ্টা করেছিল? এটা কি যথেষ্ট ছিল! ট্রাম্প-আ -ম্যানিয়া, আবার শাসন করুন ট্রাম্প-এ-ম্যানিয়া আবার আমেরিকাকে মহান করে তুলুন।' মঞ্চে বক্তব্য শেষে হাল্ক হোগান নিজের ব্লেজার খুলে ফেলেন। এরপর ওপরের নি-শার্ট নিজের হাতে টেনে ছিঁড়ে ফেলেন। এরপরই বেরিয়ে আসে ভিতরে পরে থাকা সেই লাল টি-শার্টটি। (আরও পড়ুন: 'লাশের ওপর আলোচনা নয়', মুজিব🃏ের মন্ত্রেই হাসিনাকে বিঁধলেন🌼 আন্দোলকারী ছাত্ররা)
আরও পড়ুন: কলকাতা থেকে বিমানে চেপে ভয়াবহ অভ🍌িজ্ঞতা মহিলার,যৌন হেনস্থার অভিযোগ শিল্পপতির নামে
এদিকে কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের ওপরে হামলা হয়েছিল। এক বন্দুকবাজ তাঁর মাথা তাক করে গুলি চালিয়েছিল। অল্পের জন্যে বেঁচে গিয়েছিলেন ট্রাম্প। গুলিটি তাঁর কান ঘেঁষে বেরিয়ে যায়। আর সেই ঘটনার পরে এই প্রথম জনসভায় ভাষণ দিলেন ডোনাল্ড ট্রাম্প। আজ রিপাবলিকান ন্যাশনাল কনভেশনে উপস্থিত ট্রাম♓্পের ডানকানে ব্যান্ডেজ দেখা যায়। সেই কান ছুঁয়েই গুলি বেরিয়ে গিয়েছিল। আর কনভেনশনে রিপাবলিকানদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'আমি ভীষণ নিরাপদ বোধ করছি। কারণ, আমার পাশে ঈশ্বর ছিলেন সেদিন। যদি আমি আমার মাথাটা না ঘোরাতাম, তা হলে আততায়ীর ছোড়া বুলেট নির্ভুল লক্ষ্যে আঘাত হানত। আর আমিও আজ রাতে আপনাদের সঙ্গে থাকতে পারতাম না।' এদিকে আসন্ন নির্বাচন নিয়ে আজ ট্রা🦋ম্প বলেন, 'আজ থেকে চার মাস পরে আমরা একটি অতুলনীয় জয় পেতে চলেছি।'