আর কয়েকঘণ্টা বাকি। তারপরেই চলে যাবে ২০২২। আসবে নতুন বছর। তবুও এই পুরানো বছরটা রেখে গেল অনেক রক্তের দাগ। নৃশংস খুন। প্রেমের নামে বিশ্বাসঘাতকতা। তেমনি তিনটি নৃশংস খুনের ঘটনা ফিরে দেখুন বছর শেষে।সিধু মুসেওয়ালা খুন-২৯ মে, ২০২২। ভারতীয় গায়ক সিধু মুসেওয়ালা খুনের ঘটনা নাড়িয়ে দেয় গোটা দেশকে। পঞ্জাবের মানসা জেলায় বন্দুকবাজদের গুলিতে ঝাঁঝরা হয়ে যায় মুসেওয়ালার শরীর। লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠীর বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। পুলিশ এনিয়ে তদন্ত শুরু করেছে। এদিকে সোশ্য়াল মিডিয়ায় বিষ্ণোই এই খুনের দায় স্বীকার করে। তবে পরে অবশ্য় জানান এই পোস্ট তিনি করেননি।পুলিশ সূত্রে খবর, কালো এসইউভি চালিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন মুসেওয়ালা। রাস্তায় গাড়িটিকে আটকানো হয়। এরপরই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। প্রায় ৪৩ রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। এদিকে ঘটনার পরেই এলাকা থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপর মানসা পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে খুন, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা রুজু করে। এখনও পর্যন্ত ৩১জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ।শ্রদ্ধা ওয়াকার খুন২০২২ সালে সাড়া জাগানো খুনের ঘটনা শ্রদ্ধা ওয়াকার মার্ডার কেস। দিল্লিতে আফতাব পুনাওয়ালা নামে এক লিভ ইন পার্টনারের হাতে খুন হন ২৭ বছর বয়সী শ্রদ্ধা ওয়াকার। ২০২২ সালের ১৮ মের ঘটনা। শ্রদ্ধার দেহ অন্তত ৩৫ পিস করে ফেলেছিল আফতাব। অভিযোগ এমনটাই। এরপর সেই দেহ সে বিভিন্ন জায়গায় ফেলে দেয়।তবে তার আগে দেহটি সে একটি ৩০০ লিটার ফ্রিজে রেখে দিয়েছিল। এরপর একে একে দেহাংশগুলিকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ।আফতাবকে গ্রেফতার করার পরে খুনের ঘটনার অনেকটাই কিনারা করতে পেরেছে পুলিশ।১৩টি হাড়ের টুকরো ছতরপুর ও কাছাকাছি বনাঞ্চল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। শৌচাগার থেকে রক্তের নমুনাও পাওয়া গিয়েছিল। তবে ঘটনার পরেও আফতাবের ভাবলেশহীন মনোভাব হতবাক করেছে তদন্তকারীদেরও।অঙ্কিতা ভাণ্ডারি খুনের ঘটনা১৮ সেপ্টেম্বর, ২০২২। উত্তরাখণ্ডের এক রিসেপশনিস্ট অঙ্কিতা ভান্ডারিকে বচসার জেরে খালের জলে ঠেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পুলিশের তদন্তে উঠে এসেছে, ওই রিসর্টের মালিক সহ তিনজন এই খুনের ঘটনায় অভিযুক্ত। তিন অভিযুক্তের মধ্য়ে অন্যতম প্রাক্তন বিজেপি নেতা তথা মন্ত্রী বিনোদ আর্যর ছেলে পুলকিত আর্য।প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে অভিযুক্তরা অঙ্কিতাকে অতিথিদের স্পেশাল সার্ভিস দেওয়ার জন্য় চাপ দিত। এটা দিতে না চাওয়াতেই অঙ্কিতাকে খুন করা হয়।