মঙ্গলবার রাজ্যের বিধানসভায় মহাকুম্ভ নিয়ে এক মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তার ২৪ ঘণ্টার মধ্যেই উত্তর প্রদেশের বিধানসভা থেকে কুম্ভ প্রসঙ্গে ঝোড়ো বার্তা দিলেন সেরাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি শাসিত উত্তর প্রদেশের প্রয়াগরাজে আয়োজিত হচ্ছে এই কুম্ভ। সেখানে কিছুদিন আগেই পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। যা নিয়ে সরব হꦗয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মহাকুম্ভ ঘিরে কলিফর্ম ব্যাকটཧেরিয়া নিয়েও বেশ কিছু চর্চা উঠে আসছে। এই সমস্ত পরিস্থিতি নিয়ে মুখ খোলেন যোগী আদিত্যনাথ। সাফ জানিয়েছেন,'সঙ্গমের জল স্নান করার উপযুক্ত।'
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন,'মহাকুম্ভ আমি নাই বা বললাম, ওটা মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে! মৃত্যুকূপের মতো! আমি মহাকুম্ভকে সম্মান করি। আমি শ্রদ্ধা জানাই। পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি। কিন্তু, প্ল্যানিং না করে এত হাইপ তুলে, এত লোকের মৃত্যু!' কিছুদিন আগে কুম্ভমেলায় ৩০ জনের মৃত্যুর ঘটনা নিয়ে বাংলার বিধানসভায় মঙ্গলবার সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর প্রদেশের বিধানসভায় যোগী আদিত্যনাথ বলেন,' সনাতন ধর্মের সুরক্ষা বিশ্ব মানবতার ধর্মের সুরক্ষার গ্যারান্টি। কারোর সঙ্গে ভেদাভেদ করা হয়নি। .. প্♚রয়াগরাজ মহাকুম্ভে ক্রিকেটার মহম্মদ শামি স্নান করেছেন। প্রত্যেক ধর্মের মানুষ এসেছেন, আস্থার পূণ্যস্নান হয়েছে।' এরপরই বিরোধীদের উদ্দেশে যোগী বলেন,'আপনারা যে কথাটা বলেছেন, তাতে আমাদের খারাপ লাগেনি, কারণ আমরা জানি এটা আপনাদের প্রবৃত্তি। কারণ আমরা এটা মানি, যে সংক্রমিত ব্যক্তির চিকিৎসা হতে পারে, সংক্রমিত ভাবনাচিন্তার চিকিৎসা হয়না।.. এই মহান আয়োজন করার সুযোগ আমাদের সরকার পেয়েছে। আর আমি মনে করি, মহান কাজ তিন অবস্থা দিয়ে চলে, মনে রাখবেন উপহাসের মধ্যে দিয়ে, বিরোধের মধ্যে দিয়ে আর স্বীকৃতি দিয়ে। আর স্বীকৃতির প্রমাণ আর কী হতে পারে যে, সমাজবাদী পার্টির প্রধান যিনি শুরু থেকে বিরোধিতা করছিলেন, তিনি চুপচাপ গিয়ে পূন্যডুব দিয়ে এসেছেন।' প্রসঙ্গত, মহাকুম্ভে চলতি বছরে, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব পৌঁছেছিলেন পূণ্যস্নানের উদ্দেশে। বিরোধীদের উদ্দেশে তোপ দেগে যোগী বলেন, সমাজবাদী পার্টি, আরজেডি, তৃণমূলের নেতা নেত্রীরা সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় সমারোহ ঘিরে মন্তব্য রাখছেন। যোগী বলেন,'সমাজবাদী পার্টির সভাপতি প্রশ্ন করেন মহাকুম্ভে টাকা খরচ করার কী দরকার? লালু যাদব কুম্ভকে 'ফালতু' বলেছেন। এসপির আরেক অংশীদার বলেন, মহা কুম্ভ 'মৃত্যু কুম্ভ' হয়ে গেছে। সনাতন ধর্ম সম্পর্কিত অনুষ্ঠান আয়োজন করা যদি অপরাধ হয়, তাহলে আমাদের সরকার সেই অপরাধ করেই থাকবে।'
কুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে যোগী বলেন,'আমাদের সহানুভূতি তাঁদের সকলের সাথে যাঁরা পদপিষ্টের শিকার হয়েছেন... এবং যাঁরা কুম্ভ ভ্রমণের সময় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। পরিবারের সদস্যদের সঙ্গে আমাদ𒁃ের সমবেদনা, সরকার তাঁদের পাশে দাঁড়িয়েছে, সরকার তাঁদের সব রকম সাহায্য করবে কিন্তু এটাকে রাজনীতিকরণ করা কতটা সঙ্গত?'