ইনস্টাগ্রাম বা ইউটিউবের রিল বানানোর নেশায় য꧅ে মানুষ কত কী করতে পারেন, ফের তার প্রমাণ পাওয়া গেল। দিল্লির ভিড়ে ঠাসা রাস্তায় একটি ফ্লাইওভারের ওপর গাড়ি দাঁড় করিয়ে দিল যুবক। শুধু তাই নয়, পুলিশের ব্যারিকেডেও আগুন ধরিয়ে দিল। তবে শেষরক্ষা হয়নি ইউটিউবারের। ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই যুবককে শনাক্ত করে গ্রেফতার করল দিল্লি পুলিশ। একইসঙ্গে ট্রাফিক আইন ভঙ্গ করার জ💞ন্য ওই যুবককে ৩৬,০০০ টাকা জরিমানা করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দিল্লির পশ্চিম বিহারের একটি ফ্লাইওভারে।
আরও পড়ুনঃ ‘ও সব আমার জন্য শক্ত’ বলౠেও রাস্তায় নেচে রিল বানায় নন্দিনী দিদি⛄! জুটল ‘মিথ্যেবাদী’ তকমা
জানা গিয়েছে, পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করে প্রদীপ নামে ওই যুবকের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা রুজু করেছে। এদিকে, যুবককে গ্রেফতারের পর দিল্লি পুলিশ ব্যঙ্গ করে এই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মাধ্যমে আপলোড করেছে। তাতে দেখানো হয়েছে, কীভাবে ওই যুবক ট্রাফিক আইন ভঙ্গ করেছে এবং কীভাবে তার গ꧂াড়ি বাজেয়াপ্ত করা হয়েছে ও তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি ওই যুবকের বিরুদ্ধে পুলিশকে হেনস্থা করারও অভিযোগ উঠেছে। তার ভিত্তিতে ওই যুবকের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।