গত ১৯ মে ভারতের রিজার্ভ ব্যাঙ্কের তরফে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছিল, তুলে নেওয়া হচ্ছে ২০০০ টাকার নোট। জানানো হয়, ৩০ সেপ্টম্বেরের মধ্যে ব্যাঙ্কে জমা দিয়ে দিতে হবে যাবতীয় ২০০০ টাকার নোট। তবে সেই মেয়াদ শেষ হওয়ার পরও যদি কারও কাছে ২০০০ টাকার নোট থেকে যায়, তাহলে কী হবে?