ত্রিপুরা নির্বাচনের কয়েকদিন বাকি। এই আবহে ক্রমেই ডিএ এবং এনপিএস ইস্যু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে সেই রাজ্যে। ডিএ নিয়ে ইতিমধ্যেই বামেরা ও তৃণমূল বড় প্রতিশ্রুতি করেছে। এবার এনপিএস ইস্যুতে ত্রিপুরার সরকারি কর্মীদের চাপের মুখে পড়েছে বিজেপি। প্রসঙ্গত, ত্রিপুরায় বর্তমানে ১ লাখ ৮৮ হাজার ৪৯৪ জন সরকারি কর্মী ও পেনশনভোগী রয়েছেন।