India vs Australia- ক্ষমতার অপব্যবহার! গম্ভীরের সহকারীর ওপর বিরক্ত BCCI! রাখা হচ্ছে নজর, পড়বে কোপ?
Updated: 01 Jan 2025, 11:00 PM ISTগৌতম গম্ভীরের এক সহকারী স্টাফের ওপর নজর রাখছে বিসিসিআই। তাঁর বিভিন্ন কাজে একদম খুশি নয় কর্তারা, কারণ সেই সাপোর্ট স্টাফ নাকি সঙ্গে করে একজনকে নিয়ে সব মাঠে যান। আর তাঁর সেই সঙ্গী নাকি বোর্ডের ক্ষমতার অপব্যবহার করছে। আইপিএলের মতো অস্ট্রেলিয়াতেও বিসিসিআইয়ের বক্সে তিনি থাকায় বোর্ড কর্তারা বেজায় বিরক্ত।
পরবর্তী ফটো গ্যালারি