Chandrayaan-3 Rover Finds Moon Crater: চাঁদে ১৬০ কিমি চওড়া গর্তের খুঁজে বের করল ভারতের চন্দ্রযান-৩! বয়স ৪২০ কোটির বেশি Updated: 23 Sep 2024, 03:49 PM IST Ayan Das চন্দ্রযান-৩ মিশন যে কতটা সফল হয়েছিল, তা যেন যতদিন যাচ্ছে, তত বোঝা যাচ্ছে। ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো যখন চন্দ্রযান-৪ মিশন নিয়ে পরিকল্পনা করছে, সেইসময় পূর্বসূরির নয়া কৃতিত্ব সামনে এল। রোভার সেই ১৬০ কিলোমিটার চওড়া রোভারের সন্ধান পেয়েছে।