Cyclone Dana Landfall Location: বাংলার দিকেই আসছে ঘূর্ণিঝড় ‘দানা’, কোথায় ল্যান্ডফল? জানাল IMD, ১২০ কিমিতে ঝড় Updated: 21 Oct 2024, 02:59 PM IST Ayan Das সম্ভাব্য ঘূর্ণিঝড় 'দানা' যে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের দিকেই আসছে, তা আগে স্পষ্ট হয়ে গিয়েছিল। এবার ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হল যে কোথায় ল্যান্ডফল করতে পারে ঘূর্ণিঝড়? সেইসময় ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটারে পৌঁছে যেতে পারে।