৩১ অগস্ট গণেশ চতুর্থী। মহারাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব। তবে শুধু মহারাষ্ট্র নয়, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তেই ধুমধামের সঙ্গে গণপতির আরাধনা করা হয়। মুম্বইয়ের সবচেয়ে ঐতিহ্যশালী ও জনপ্রিয় পুজো হল লালবাগের গণপতি, যেটিকে মারাঠি ভাষায় লালবাগচা রাজা বলা হয়। লালবাগচা রাজা অর্থাৎ লালবাগের রাজা গণপতি। প্রতিবারের মতো এবারও লালবাগচা রাজাকে দেখার জন্য মানুষের ঢল নেমেছিল মধ্য মুম্বইয়ের লালবাগে। রইল সেই ছবি। একই সঙ্গে মুম্বই সহ অন্যান্য জায়গায় প্রস্তুতির খণ্ডচিত্রও উঠে এল আমাদের লেন্সে।