কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে বুধবার এক নির্দেশিকায় বলা হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিশুর বয়স ন্যূনতম ৬ বছর হতে হবে। ছয় বছর বা সিক্স প্লাস বয়স হলে, তবেই একজন শিশুকে প্রথম শ্রেণিতে ভর্তি হতে দেওয়া হবে। এই নয়া নির্দেশ দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে জারি করা হয়েছে কেন্দ্রের তরফে।