Indian Link to 50000 km Undersea Cable Project: বিশ্বের দীর্ঘতম আন্ডার সি কেবল নেটওয়ার্কের সঙ্গে জুড়বে ভারত, জানাল মেটা
Updated: 16 Feb 2025, 04:37 PM ISTবিশ্বের দীর্ঘতম আন্ডার সি কেবল প্রোজেক্ট 'ওয়াটারওয়ার্থ'-এর সঙ্গে জুড়বে ভারত। এমনই ঘোষণা করল সোশ্যাল মিডিয়া সংস্থা মেটা। এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মোদী-ট্রাম্প যৌথ বিবৃতিতে এই প্রোজেক্টের বিষয়ে উল্লেখ করা হয়েছিল। আর এবার এই প্রকল্প এবং ভারতে মেটার বিনিয়োগ নিয়ে মুখ খুলল মার্ক জাকাবার্গের সংস্থা।
পরবর্তী ফটো গ্যালারি