ISKCON Temple Mayapur Details: হার মানবে তাজমহল, ভ্যাটিকান! মায়াপুরে ইসকন মন্দিরের এক এক তলায় ঠাঁই হবে কত জনের?
Updated: 27 Aug 2022, 03:45 PM ISTবিশ্বের বৃহত্তম ধর্মীয় ভবন হিসেবে তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গের বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দির।এটি ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসায়সনেস🅘 (ইসকন)-এর সদর দফতরও হতে চলেছে মায়াপুরের এই মন্দির। বিশ্বের বৃহত্তম গম্বুজ রয়েছে এই মন্দিরে। বৈদিক প্ল্যানেটেরিয়াম অতিথি এবং ভক্তদের মহাজাগতিক সৃষ্টির বিভিন্ন অংশে ‘ভ্রমণ’ করাবে।
পরবর্তী ফটো গ্যালারি