IPL 2025, KKR vs MI- ‘সবাই ব্যাটিংয়ে ফ্লপ করেছি…’ ম্যাচ হেরে সোজাকথা রাহানের! বললেন ‘শিক্ষা নিতে হবে’
Updated: 31 Mar 2025, 10:48 PM ISTম্যাচ শেষে রাহানে বললেন, ‘দলগতভাবেই আমাদের ব্যাটিং ব্যর্থ হয়েছে আজ। এই উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল, যেটা আমি টসের সময়ই বলেছিলাম। ১৮০-১৯০ রান তুলতে পারলে এই উইকেটে ভালো লড়াই দেওয়া যেত। এই উইকেটে ভালো বাউন্স ছিল, যেটা কখনও কখনও ব্যাটারদের কাজে লাগাতে হবে। এই হার থেকে আমরা শিক্ষা নিতে চাইব ’।
পরবর্তী ফটো গ্যালারি