'জনতার কার্ফু'-র পরদিনই লকডাউন। আর দুইয়ের মাঝে বাজার খুলতেই হুড়োহুড়ি পড়ে গেল আমজনতার মধ্যে। সোমবার সকালে আনাজ, আলু থেকে শুরু করে মুদি,মাংসের দোকানের সামনে লম্বা লাইন চোখে পড়ল। সবারই একটাই উদ্দেশ্য, বাড়িতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী মজুত করা। যদিও সরকার আগেই জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান খোলা থাকবে। তাতেও আশ্বস্ত হলেন না আমজনতা। একনজরে দেখে নেওয়া যাক শহরের কয়েকটি বাজারের ছবিটা কী ছিল -