NASA on Asteroid 2013 WV44: শব্দধ্বনির চেয়ে ৩৪ গুণ গতিতে ধেয়ে আসছে বিশালাকায় গ্রহাণু, পৃথিবীর কি ক্ষতি হবে? Updated: 28 Jun 2023, 03:42 PM IST Abhijit Chowdhury একটি 'সম্ভাব্য বিপজ্জনক' গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীরই দিকে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মোটামুটি 'লন্ডন আই'-এর দৈর্ঘ্যের সমান এই বিশালাকায় পাথরটি। দ্য ইন্ডিপেনডেন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ বুধবারই পৃথিবীর পাশ দিয়ে চলে যাবে এই পাথরটি।