Odisha High court: ‘মাতৃত্বকালীন ছুটি ন্যূনতম মানবাধিকার, তা খারিজ হলে…’ বড় বার্তা ওড়িশা কোর্টের Updated: 26 Jul 2023, 09:41 PM IST Sritama Mitra ওড়িশা হাইকোর্ট জানিয়েছে, মাতৃত্বকালীন ছুটিকে খারিজ করা মহিলার সম্ভ্রমে আঘাত হানার শামিল। কোর্ট সাফ ভাষায় বলছে, প্রতিটি কর্মজীবী মহিলার সহজাত অধিকার হল এই মাতৃত্বকালীন ছুটি, সেটি ‘টেকনিক্যাল গ্রাউন্ড’ এ খারিজ করা যাবে না।