ফিক্সড ডিপোজিটের হারে সেভিংস অ্যাকাউন্টে সুদ দিচ্ছে দেশের এই ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি। এর মধ্যে সেভিংস অ্যাকাউন্টে সর্বোচ্চ ৭.৫ শতাংশ হারে সুদ দেয় উজ্জীবন স্মল ফিন্যান্স ব্যাঙ্ক। তাছাড়া আরও আটটি ব্যাঙ্ক ৭ শতাংশ হারে সেভিংস দিয়ে থাকে আমানতকারীদের। তবে এর জন্য অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা থাকতে হবে।