Tejas Fighter Jet Latest Update: 'দোষী' মার্কিন সংস্থার, সময়মতো তেজস যুদ্ধবিমান হাতে পাবে না ভারতীয় বায়ুসেনা
Updated: 30 Oct 2024, 03:07 PM IST২০২৪-২৫ অর্থবর্ষে বায়ুসেনাকে ১৬টি তেজস যুদ্ধবিমান সরবরাহ করার কথা ছিল হ্যাল-এর। তবে মার্কিন সংস্থা জেনারেল ইলেকট্রিক ইঞ্জিন সরবরাহে দেরি করার জেরে সেই লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হবে হ্যাল। এদিকে জিই-র দাবি, দক্ষিণ কোরিয়ার সংস্থার জেরে তাদের 'সাপলাই চেইন' ব্যাহত হয়েছে। তাই এই বিলম্ব।
পরবর্তী ফটো গ্যালারি