Update on Aditya L1 distance from Earth: গন্তব্যে পৌঁছতে বাকি আর ১১৭ দিন, এখন পৃথিবী থেকে কতটা দূরে আছে আদিত্য? Updated: 10 Sep 2023, 11:44 AM IST Abhijit Chowdhury গন্তব্যস্থল পৃথিবী থেকে দেড় লাখ কিলোমিটার। তবে সোজা পথে নয়, ঘুরপথে সেখানে পৌঁছতে চলেছে ইসরোর সৌরযান আদিত্য এল১। গত ২ সেপ্টেম্বর উৎক্ষেপণের পর ইতিমধ্যেই মহাকাশে এক সপ্তাহ পার করেছে এই স্যাটেলাইট। এই আবহে এখন পৃথিবী থেকে কত দূরে আছে এই স্যাটেলাইটটি?