WB Cyclone Extremely Heavy Rain Red Alert: আজই জন্ম নেবে ‘ঘূর্ণিঝড় রেমাল’, জারি অত্যধিক ভারী বৃষ্টির লাল সতর্কতা Updated: 25 May 2024, 09:10 AM IST Abhijit Chowdhury গভীর নিম্নচাপ রূপে আজ, শনিবার মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে সিস্টেমটি। বিকেলের দিকে সেটি ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। এই আবহে দক্ষিণবঙ্গের অস্বস্তিকর গরম দূর হতে পারে। কয়েক ঘণ্টার মধ্যে আমূল পরিবর্তন ঘটতে পারে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়।