২০২৬ কমনওয়েলথ গেমসে অর্ধেক হয়ে গেল ভারতের পদক সম্ভাবনা। ২০২২ সালের কমনওয়েলথ গেমসে ভারত যে ১২টি গেমসে পদক জিতেছিল তার মধ্যে ৬টি ২০২৬ সংস্করণ থেকে বাতিল করা হয়েছে। গ্লাসগো গেমস থেকে বাদ দেওয়া হয়েছে ব্যাডমিন্টন, ক্রিকেট, হকি, স্কোয়াশ, টেবিল টেনিস, এবং কুস্তি। আন্তর্জাতিক স্তরে এই সব গেমসে প্রচুর সাফল্য রয়েছে ভারতের। কিন্তু এবার সরাসরি এই খেলাগুলো না থাকায় সমস্যায় পড়বে ভারত। একই সঙ্গে বাদ পড়েছে শুটিং এবং তীরন্দাজিও। ২০২৬-এ গ্লাসগোয় আয়োজিত হতে ꦓচলা কমনওয়েলথ গেমসে মাত্র ১০টি খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত বাজেট সমস্যার জন্য এই কাঁটছাট। এই প্রতিযোগিতা শুরু হবে ২০২৬ সালের ২৩ জুলাই। চলবে ২ অগাস্ট পর্যন্ত।
১৯৬৬ সাল থেকে কমনওয়েলথ গেমসের প্রতিটি সংস্করণে ব্যাডমিন্টন খেলা হয়েছে, ১৯৯৮ সাল থেকে স্কোয়াশ এবং হকি এই প্রোগ্রামের একটি অংশ। ২০০২ সাল থেকে টেবিল টেনিসও এই প্রতিযোগিতার অংশ। ব্যাডমিন্টনেও ভারতের সাফল্য রয়েছে কমনওয়েলথ গেমসে, মোট ৩১টি পদক রয়েছে এই ইভেন্টে। এইরকম গুর🅘ুত্বপূর্ণ ইভেন্ট না থাকা ভারতের জন্য বড় ধাক্কা। উল্লেখ্য, ২০২২ কমনওয়েলথ গেমসে ২২টি সোনা-সহ মোট ৬১টি পদক জিতেছিল ভারত। তার মধ্যে ৩৮টি এসেছিল ২০২৬-এর কমনওয়েলথ গেমসে বাদ পড়া খেলাগুলো থেকে।
এক বিবৃতিতে, গ্লাসগো সিডব্লিউজি আয়োজকরা জানিয়েছে, ক্রীড়া প্রোগ্রাম💟ের মধ্যে অ্যাথলেটিক্স এবং প্যারা-অ্যাথলেটিক্স, বক্সিং, বোল এবং প্যারা-বোল, সাঁতার এবং প্যারা-সাঁতার, আর্টিস্টিক জিমন্যাস্টিকস, ট্র্যাক সাইক্লিং এবং প্যারা-ট্র্যাক সাইক্লিং, নেটবল, ভারোত্তোলন এবং প্যারা-অ্যাথলেটিক্স, পাওয়ারলিফটিং, জুডো, এবং ৩×৩ বাস্কেটবল ও হুইলচেয়ার বাস্কেটবল অন্তর্ভুক্ত থাকবে। ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজন নিয়ে গত বছর থেকেই বিতর্ক চলছিল। বিপুল খরচের কারণে কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। শেষ পর্যন্ত ২০২৬ কমনওয়েলথ গেমস আয়োজনের দায়িত্ব দেওয়া হয় গ্লাসগোকে। এর আগে ২০১৪ সালে এখানেই আয়োজিত হয়েছিল কমনওয়েলথ গেমস। তবে গেমস আয়োজনের দায়িত্ব নিলেও প্রথম থেকেই বাজেটে কমানোরဣ ইঙ্গিত দিয়েছিল আয়োজকরা।
প্রসঙ্গত, ২০২২ সালে ক্রিকেট-এ রুপোর পদক জয় করেছিল ভারত। সেই ক্রিকে🍸টও এবার ২০২৬ꦆ কমনওয়েলথে থাকছে না। স্কোয়াশ ও টেবল টেনিসেও ভারতের প্রতিযোগীদের দাপট অব্যাহত ছিল বিগত বছরগুলিতে। তবে আসন্ন গেমসে সেগুলোকে জায়গা দেওয়া হয়নি। ফলে সব মিলিয়ে ভারতের পদক সম্ভাবনা অনেকটাই কমে যাবে গ্লাসগোতে বলেই মনে করা হচ্ছে।
ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সঞ্জয় মিশ্র এই বিষয়ে বলেন, ‘এটি মর্মান্তিক এবং ভারতীয় ক্রীড়া জগতের জন্য একটি বিশাল ধাক্কা, বাদ পড়া ইভেন্টগুলি থেকে প্রায় ৪০টি পদক পাওয়ার সম্ভাবনা ছিল৷ এটি কেবল ক্রীড়া এবং ক্রীড়াবিদদের জন্য ক্ষতি নয🌠়; এটি ভারতের ক্রমবর্ধমান ক্রীড়া সম্ভাবনাকে সাইডলাইন 🃏করার একটি ষড়যন্ত্র বলে মনে হচ্ছে৷ ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন এর প্রতিবাদ করেছে এবং বিয়টির ওপর নজর দেওয়ার জন্য কমনওয়েলথ এবং বিডব্লিউএফ-এর সমস্ত প্রাসঙ্গিক কর্তৃপক্ষের পাশাপাশি দেশের সরকারের সঙ্গেও যোগাযোগ করবে’।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।