বিসিসিআই এখনওꦺ পুরোদস্তুর মেয়েদের আইপিএল আয়োজন করে উঠতে পারেনি। তবে বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন মেয়েদের ৬ দলের নতুন টি-২০ টুর্নামেন্ট আয়োজন করছে আগামী সপ্তাহেই। দিন কয়েক পরেই শুরু হয়ে যাবে বেঙ্গল ওমেনস টি-২০ ব্লাস্টের উদ্বোধনী মরশুম। বুধবারই সেই লক্ষ্যে ঘর গুছিয়ে নিল অংশগ্রহণকাไরী ৬টি দল।
বুধবার প্লেয়ার ড্রাফট থেকে ১৫ জনের স্কোয়াড গড়ে নেয়🅺 দলগুলি। সেই সঙ্গে কোচ, ক্যাপ্টেন ও মেন্টরের নামও জানিয়ে দেওয়া হয় সিএবির তরফে।
কারা অংশ নিচ্ছে টুর্নামেন্টে: ইস্টবেঙ্গল, রাজস্থান ক্লাব, মহামেডান স্পোর্টিং, টাউন ক্লাব, এরিয়ান ক্লাব ও কালিঘাট ক্লাব অংশ ꩵনিচ্ছে মেয়েদের নতুন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী মরশুমে।
কবে শুরু মেয়েদের নতুন টি-২০ টুর্নামেন্ট: ৭💛 ফেব্রুয়ারি, ২০২২, সোমবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ।
কবে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ: ২৩ ফেব্রুয়ারি খেলা হবে টুর্নামেন্টের ফাইনাল।
প্লেয়ার ড্রাফট থেকে কতজন ক্রিকেটারকে দলে নেওয়া হয়: ꦡ৬টি দল ১৫ জন করে, মোট ৯০ জন ক্রিকেটারকে প্লেয়ার ড্রাফট থেকে বেছে নেওয়া হয়।
কোথায় অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট: কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বসবে ওমেনস টি-২০ ব্লাস্টꦍ🦋ের আসর।
কোথায় দেখা যাবে ম্যাচ: সব ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা ▨যাবে FanCode অ্যাপে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।