বৃহস্পত𝕴িবারই বোধন হয়ে গিয়েছে এসিসি মেনস এমার্জিং টিমস এশিয়া কাপ ২০২৩-এর। শুক্রবার টুর্নামেন্টে🤡র দ্বিতীয় দিনে নিজেদের অভিযান শুরু করছে ভারত। প্রথম ম্যাচে ভারতীয়-এ দলের প্রতিপক্ষ আমিরশাহি। গ্রুপ লিগে ভারতকে লড়াই চালাতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধেও। দেখে নেওয়া যাক ভারত টুর্নামেন্টের কোন গ্রুপে রয়েছে। চোখ রাখা যাক ভারতের সূচি ও স্কোয়াডেও। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।
ভারত কোন গ্রুপে রয়েছে:-ভারত টুর্নামেন্টের বি-গ্রুপে জায়গা পেয়েছে। গ্রুপ লিগে ভারতীয়-এ দলকে লড়াই চালাতে 𓆏হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে। এছাড়া ভারতের সঙ্গে বি-গ্রুপে রয়েছে নেপাল ও আমিরশাহি।
এমার্জিং এশিয়া কাপের গ্রুপ বিভাগ:-এ-গ্রুপ: শ্রীলঙ্কা-এ, বাংলাদেশ-এ, আফগানিস্তান-এ ও ওমান-এবি-গ্রুপ: ভারত-এ, পাকিস্তান-এ, নেপাল-এ, আমিরশাহি-এ
কবে অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান ম্যাচ:-গ্রুপ লিগের একেবারে শেষ ম্যা𒀰চে ভারত লড়াই চালাবে পাকিস্তানের বিরুদ্ধে। ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচ। খেলা শুরু হবে দুপুর ২টোর সময়।
টুর্নামেন্টে ভারতের লিগ ম্যাচের সূচি:-১৪ জুলাই: ভারত বনাম আমিরশাহি (সকাল ১০টা)১৭ জুলাই: ভারত বনাম নেপাল (দুপুর ২টো)১৯ জুলাই: ভারত বনাম পাকিস্তান (দুপুর ২টো)
টুর্নামেন্টের নক-আউটের সূচি:-২১ জুলাই: প্রথম সেমিফাইনাল (এ-গ্রুপের এক নম্বর দল বনাম বি-গ্𝔉রুপের দুই নম্বর দল)
২১ জুলাই: দ্বিতীয় সেমিফাইনাল (এ-গ্রুপের দুই൲ নম্বর দল বনাম বি-গ্রুপের এক নম্বর দল)
২৩ জুলাই: ফাইনাল (প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়🌜ী দল)।
কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার:-এমার্জিং টিমস এশিয়া 🃏কাপের ম্যাচগুলি স্টার স্পোর্টস নেটওয়♛ার্কে সম্প্রচারিত হবে। ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে খেলা দেখা যাবে স্টার স্পোর্টস-১ ও স্টার স্পোর্টস-৩ চ্যানেলে। অন্যান্য দেশে খেলা দেখা যাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ইউটিউব চ্যানেলে।
অনলাইনে কোথায় দেখবেন খেলা:-এমির্জিং এশিয়া কাপের ম্যাচগুলি ফ্যানকোড অ্যাপে দেখা যাবে। এছাড়া টুর্নামেন্টের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।