ঠিক ১১ দিন আগে ‘পেপটক’ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেইসঙ্গে আশাপ্রকাশ ꧂করেছিলেন, কমনওয়েলথ গেমসে নিজের সেরাটা উজাড় করে দেবেন অচিন্ত্য শিউলি। প্রধানমন্ত্রীর সেই আস্থা রাখলেন হাওড়ার ছেলে। বার্মিংহ্যামে ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে গেমস রেকর্ড গড়ে সোনা𓃲 জিতলেন।
গত ২০ জুলাই কমনওয়ে🅺লথ গেমসে অংশগ্রহণকারী ভারতীয় অ্যাথলিটদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেছিলেন মোদী। কথা হয়েছিল অচিন্ত্যের সঙ্গেও। ভারতের উদীয়মান তারকা কেন এত চুপচাপ, সিনেমা দেখতে ভালোবাসেন কিনা, সেইসব বিষয়ে জানতে চেয়েছিলেন। পরিবারের অবস্থা, কীভাবে চোটমুক্ত থাকেন - তা𒈔ও অচিন্ত্যের থেকে জেনেছিলেন মোদী।
তারপর অচিন্ত্যকে শুভেচ্ছা জানিয়ে মোদী বলেছিলেন, ‘আমার শুভ কামনা রইল। তোমার পরিবারেরও প্রশংসা প্রাপ্য। বিশেষত তোমার মা এবং দাদাকে অভিনন্দন জানাতে চাই, যাঁরা তোমার প্রস্তুতির ক্ষেত্রে কোনওরকম ফাঁক রাখতে দেননি। আমার মতে, কেউ যখন খেলোয়াড় হন, তখন তাঁর পরিবারেরও একইরকম অধ্যানসায়🙈 থাকে। কমনওয়েলথ🌠ে সবথেকে ভালো পারফরম্যান্স কর। তোমার মায়ের পাশাপাশি পুরো দেশের আশীর্বাদ আছে।’
আরও পড়ুন: Achinta Sheuli Wins Gold🗹: কমনওয়ে🅰লথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য
আরও পড়ুন: CWG 2022: বাংলার প্রথম অ্যাথলিট হিসেবে গেমসে সোনা জিতে রেকর্ড হাওড়ার অচিন্ಞত্যর
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।