ক্রিকেটের মাঠে টানটান উত্তেজক ম্যাচ নিতান্ত কম দেখা যায় না। তবে ইতালির ঘরোয়া টি-১০ লিগ ইসিএস ইতালিতে যে রকম ব্যাট-বলের নাটকীয় লড়াই দেখা যায়, তেমনটা আন্তর্জাতিক ক্রিকেট ত🌺ো দূরের কথা,﷽ আইপিএলের মতো প্রথম সারির টি-২০ লিগেও কখনও দেখা গিয়েছে কিনা সন্দেহ।
কেন্ট লঙ্কা ও রোমা সিসি-র মধ্যে𒅌 ꦺম্যাচের শেষ ওভার ছিল চূড়ান্ত নাটকীয়। শেষ ওভারে জয়ের জন্য রোমার দরকার ছিল ৭ রান। হাতে ছিল ৮টি উইকেট। শেষ ওভারে কেন্টের দেনুয়ানের প্রথম চারটি বলে পরপর ৪টি উইকেট হারায় রোমা। কালুগামাগে, সমরাগে ও সমরাকুনকে ফিরিয়ে হ্যাটট্রিট পূর্ণ করেন দেনুয়ান। চতুর্থ বলে আহমেদের উইকেট তুলে নিয়ে ডাবল হ্যাটট্রিকের কৃতিত্বও অর্জন করেন দেনুয়ান।
তবে নাটকের ক্লাইম্যা🔯ক্স আসে ঠিক তার পরেই। পঞ্চম বলে ১ রান নেন রিলাগোদাগে। শেষ বলে জয়ের জন্য 🐓৬ রান দরকার ছিল রোমার। উল্লেখযোগ্য বিষয় হল, শেষ বলে ছক্কা হাঁকিয়ে রোমাকে জয় এনে দেন নাথথানদিগে।
প্রথমে ব্যাট করে কেন্ট লঙ্কা ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৯৪ রান তোলে। সজিথ ফার্নান্ডো ৩১ ও সমারু নিমেশ ৩৪ রান করেন। ১৪ রান🎃ে ৩ উইকেট নে🐎ন রোমা সিসি-র প্রুথুভি সমরাগে।
আরও পড়ুন:- ভবিষ্যতে ফের বাংলায় ফিরতে পারেন, বঙ্গভূষণ হাতে নিয়ে মুখ্যমন্ত্রীকে জানালඣেন ঋদ𒀰্ধি
জবাবে ব্যাট করতে নেমে ম্যাচের শেষ বলে রোমাঞ্চকর জয় তুলে নেয় রোমা সিসি। তারা ১০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৯৫ রান তোলে। অচিন্ত্য নাথথানদিগে অপরাজিত ৪০ ও কৃষাণ কালুগামাগে ৪৪ রান করেন। দেনুয়ান শেষ ওভ𓂃ারে ৪ উইকেট নিয়েও ম্যাচ জেতাতে পার🔯েননি দলকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।