শুভব্রত মুখার্জি: ভারতীয় টেনিসের বর্তমান তারকা য়ুকি ভামব্রি 'আলবিদা' জানালেন সিঙ্গেলস ফর্ম্যাটকে। সে কথা তিনি জানিয়ে দিয়েছেন বুধবার। উল্লেখ্য একটা সময় ছিল যখন মনে করা হত সিঙ্গেলসের ক্রমতালিকায় প্রথম ৫০'এ থাকতে পারেন য়ুকি ভামব্রি। এতটাই প্রতিভাবান খেলোয়াড় তিনি। তবে পরবর্তী সময়ে ফর্মের সমস্যায় ভুগে বেশ কিছুটা পিছিয়ে পড়তে হয় তাঁকে। প্রসঙ্গত সানিয়া মির্জার পরে সিঙ্গেলস ফর্ম্যাটকে আলবিদা জানানো অন্যতম বড় ভারতীয় খেলোয়াড় ৩০ বছর বয়সি 🎉য়ুকি ভামব্রি।
আরও পড়ুন… ভারতীয় ক্রিকেটꦉ বড়, IPL নয়- ক্রিকেটারদের বিশ্রাম প্রসঙ্গে LSG মেন্টর গম্ভীরের বড় মন্তব্য
উল্লেখ্য হাঁটুর চোটের সমস্যায় বেশ ভুগতে হয়েছে য়ুকিকে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর সিঙ্গেলস কেরিয়ার। ফলে যে উচ্চতায় তাঁর পৌঁছানোর কথা ছিল তার আশেপাশেও তিনি পৌঁছাতে পারেননি। এবার তাঁর লক্ষ্য নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করা। তাই সিঙ্গেলস ফর্ম্যাটকে বিদায় জানিয়ে এবার তিনি মনোনিবেশ করবেন ডাবলস ফর্ম্যাটে। এই ফর্ম্যাটে গ্রান্ড স্ল্যামের শিরোপা জেতাই তাঁর লক্ষ্য। তবে সিঙ্গেলস ফর্ম্যাটে ভালো পারফরম্যান্স করতে না পারার খুব একটা আক্ষেপ নেই য়ুকির। তাঁর লক্ষ্য এখন ডাবলস কেরিয়ার। এদিন বালেওয়াড়ি স্টেডিয়ামের বাইরের কোর্ট থেকে বܫেরনোর সময়তেই য়ুকি জানান, 'সিঙ্গেলসে আর নয়।'
আরও পড়ুন… ভিডিয়ো: বাংলাদেশের বিরুদ্ধে﷽ ক্যাচ মিসের কারণ কী? দুরন্ত ক্যাচ ধরা ইশান কিষাণ দিলেন উত্তর
প্রসঙ্গত ২০১৮ সালে কের🧸িয়ারের সেরা সিঙ্গেলস র্যাঙ্কিং ♔৮৩'তে পৌঁছেছিলেন য়ুকি ভামব্রি। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, ‘আমি যেটা সেরা জানতাম সিঙ্গেলসে সেটাই করেছি। আমার কোন অভিযোগ নেই বিষয়টি নিয়ে। বরং আমি শান্তিতেই রয়েছি। আমি বলব এটা আমার দুর্ভাগ্য ছিল। এর থেকে বেশি হয়তো আমি করতেও পারতাম না। সত্যি বলতে বেশিরভাগ সমস্যাটাই হয়েছে চোটের কারণে। স্পন্সরদের অভাব কোন সময়তেই বড় সমস্যা ছিল না। আমি সৌভাগ্যবান যে আমি কেরিয়ারে বেশ কিছু ভালো মুহূর্ত উপভোগ করেছি। চোটটা একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি ২০১৯ সালেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে ভবিষ্যতে আমি ডাবলসটাই খেলব। কারণ চোটগ্রস্ত হয়ে ৩৩ বা ৩৫ বছর বয়সেই যাতে আমার কেরিয়ারটা শেষ না হয়ে যায় তার জন্য আমার এই সিদ্ধান্ত।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।