অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে হেরে গেছেন অ্যালেক্সান্ডার জেরেভ। প্রথম গ্র্যান্ডস্লাম টাইটেল এখনও অধরা জার্মান টেনি൲স তারকার। ইতালির প্রতিদ্বন্দী জ্যানিক সিনারের বিরুদ্ধে তিনি হেরে গিয়ে অস্ট্রেলিয়ান ওপেন হাতছাড়া করেছেন। ম্যাচ চলাকালীন তাঁকে অকথ্য ভাষায় অপমান করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে অস্ট্রেলিয়ান ওপেনের দর্শকরা।
জেরেভের ব্যক্তিগত জীবনের ঘটনা টেনে এনেই তাঁকে অপমান করা হল। ম্যাচ শেষে তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ এবং ঘরোয়া অশান্তির বিষয় টেনে এনে জার্মান টেনিস তারকাকে অপমান করলেন এক মহিলা। বিষয়টিতে যথেষ্টই বিরক্ত তিনি, সেটা সাংবাদিক সম্মেলনে এসেই বোঝা গেল। ঘটনাটি ঘটে রড লেভার এরিনার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময়ಌ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণের সময় যখন অ্যালেক্সান্ডার জেরেভ কথা বলতে যাবেন, ঠিক তখনই এক 🎃মহিলাকে জোরে বলতে শোনা যায়, ‘অস্ট্রেলিয়া বিলিভস ইন ওলিয়া অ্যান্ড ব্রেন্ডা ’🎃। এরকম কথা শুনে জেরেভ কিছুটা অবাক হয়ে যান এবং এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকেন, বোঝার চেষ্টা করেন বিষয়টি ঠিক কি হচ্ছে। সাংবাদিক সম্মেলনে এসে তাঁকেই জবাব দিলেন জেরেভ। খোঁচা দিয়েই বললেন, সেই সময় একমাত্র সেই ভদ্রমহিলাই খেলা ছেড়ে এসব বিষয় নিয়ে ভাবছিলেন।
বিশ্বের দু নম্বর টেনিস তারকার প্রাক্তনী সঙ্গিনী ব্রেন্ডা পাতেয়া এবং ওলিয়া শারাপোভা। দুই মহিলাই অতীতে দাবি করেছেন তাঁরা জেরেভের হাতে ডোমেস্টিক অ্যাব𒁃িউস বা মারধরের শিকার। যদিও ২০২৪ সালে এই মামলাটির নিষ্পত্তি হয়ে যায়।
২০২০ সালের মে মাসে ব্রেন্ডা পাতেয়াকে মারধর করেন বলে অভিযোগ উঠেছিল জেরেভের বিরুদ্ধে। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। এদিকে আরেক টেনিস তারকা ওলিয়া শারাপোভার সঙ্গেও সম্পর্ক ಞছিল জেরেভের। তিনিও পরবর্তীতে দাবি করেছিলেন, তাঁকে বিভিন্ন শহরে যেখানে এটিপি প্রতিযোগিতার আসর বসত, সেখানে গিয়ে হেনস্থা করতেন জেরেভ। তিনি আরও ভয়ানক দাবি করেছিলেন, যে তাঁকে মুখে ঘুষি মেরেছিলেন জার্মান টেনি তারকা। এমনকি তাঁকে নাকি বালিশ চাপা দিয়েও প্রায় মেরেই দিচ্ছিলেন জেরেভ।
প্রসঙ্গত টেনিস বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে নিজের তিনটি গ্র্যান্ডস﷽্লামের ফাইনালেই হারের মুখ দেখলেন জার্মান অ্যালেক্সান্ডার জেরেভ। ইতালির জ্যানিক সিনার তাঁকে হারান ৬-৩, ৭-৬, ৬-৩ ফলে অর্থাৎ স্ট্রেট সেটে। এর আগে ২০২০ সালের ইউএস ওপেন এবং ২🐻০২৪ সালের ফরাসি ওপেনের ফাইনালে উঠেও হারতে হয়েছিল তাঁকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।