শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন থিসারা পেরারা। প্রথম সিংহলি ক্রিকেটার হিসেবে পেশাদার ক♔্রিকেটে এক ওভারের ৬টি বলে ৬টি꧅ ছক্কা হাঁকালেন তারকা অল-রাউন্ডার।
পানাগোড়ায় মেজর্স ক্লাব লিস্ট-এ টুর্নামেন্টে ১৩ বলে অপরাজিত ৫২ রানের দুরন্ত ইনিংস খেলার পথে পার্ট-টাইম স্পিনার দিলহান কুরের ওভার🏅ে ছটি ছক্কা মারেন পেꦿরেরা। একই সঙ্গে শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে লিস্ট-এ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফ-সেঞ্চুরি করার রেকর্ডও গড়েন থিসারা।
পেরেরা শ্রীলঙ্কা আর্মিকে নেতৃত্ব দিচ্ছিলেন ব্লুমফিল্ডে ক্রিকেট অ্যান্ড অ্যাথ🌊লেটিক ক্লাবের বিরুদ্ধে গ্রুপ ম্যাচে। তিনি যখন ব্যাট করতে নামেন, ইনিংসের মাত্র ২০ বল বাকি ছিল। এমন অবস্থায় অল্পের জন্য দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড হাতছাড়া করেন তিনি। শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড রয়েছে কৌশল্য বীরারত্নের নামে। তিনি ২০০৫ সালে ১২ বলে ৫০ রান করেন।
ওক ওভারে ৬টি ছক্কা হাঁকিয়ে যুবরাজ, সোবার্স, গিবস, শাস্ত্রী, হোয়াইটলি, হজরতউল্লাহ, লিও কার্টার ও কায়রন পোলার্ডদের সঙ্গে পেশাদার ক্রিকেটের অভিজাত ক্লাবে যোগ দেন থিসারা। শ্রীলঙ্কান অল-রাউন্🍃ডারের আগে এঁদের প্রত্যেকেই পেশাদার ক্রিকেটে ওভারের ৬ বলে ৬টি ছক্কা হাঁকিয়েছেন। গিবস, যুবরাজ ও পোলার্ড এমন কৃতিত🔯্ব দেখিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।