ভারতীয় ভারোত্তোলকদের পরেপদকের দৌড়ে দেখা গ🎐িয়েছিল ভারতের কুস্তিগীরদের। এবার বক্সিং স্টলওয়ার্টদের কীর্তি দেখা গেছে। রবিবার,৭ অগস্ট,ভারতীয় মহিলা বক্সার নীতু গাঙ্গাস দেশের জন্য স্বর্ণপদক জিতেছিলেন এবং কয়েক মিনিট পরে,পুরুষ বক্সার অমিত পাঙ্গালের ঘুষির সামনে প্রতিপক্ষরা ২০২২ কমনওয়েলথ গেমস-এ পরাজিত হয়েছিল। এই দুই খেলোয়াড়ই ভারতকে সোনার পদক এনে দিলেন।
আরও পড়ুন… Nitu Gha🦩nghas wins Gold- ৪৮ কেজিতে প্রতিপক্ষ বক্সারকে উড়িয়ে দিয়ে সোনা নীতুর
ভারতের তারকা বক্সার অমিত পাঙ্গাল ২০২২ কমনওয়েলথ গেমস-এ আবার চমক দেখালেন। ইংল্যান্ডের বক্সারের গায়ে ঘুষি মেরে পদকের রঙ বদলে দিলেন অমিত পাঙ্গাল। ২০১৮ গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে রুপো নিয়ে✱ সন্তুষ্ট থাকতে হয়েছিল অমিত পাঙ্গালকে। অবশেষে এবারে পুরুষ বক্সিং-এর ৫১ কেজি বিভাগে সোনা জিতলেন পাঙ্গাল। পাঙ্গালের এই পদকটি ভারতের ১৫তম স্বর্ণ পদক। ফাইনালে অমিত পাঙ্গাল ইংলিশ বক্সার ম্যাকডোনাল্ডকে বাজেভাবে ধুয়ে দেন।
আরও পড়ুন… C🍸WG 2022: ১৬ বছর পর মেডেল মহিলা হকিতে, সাবিত্রী পুনিয়ার দৌল⛄তে
তিন রাউন্ডেই পাঙ্গাল ইংলিশ বক্সারকে ফেরার সুযোগ দেয়নি এবং তার উপর চাপ বজায় রাখে। তিনি ইংলিশ বক্সারকে এতটাই প্রাধান্য দিয়েছিলেন যে প্রথম রাউন্ডে পাঁচ বিচারক পাঙ্গালকে ১০ পয়েন্ট দিয়েছিলেন। দ্বিতীয় রাউন্ডে,পাঙ্গালপাঁচের মধ্যে চার জন বিচারকের কাছ থেক෴ে ১০ পয়েন্ট পেতে সক্ষম হয়েছেন। তৃতীয় রাউন্ডেও,পাঙ্গালকে চার জন বিচারক ১০ পয়েন্ট দিয়েছিলেন এবং এইভাবে ভারতীয় বক্সার প্রতিপক্ষ বক্সার💎কে ৫-০ তে পরাজিত করেছিলেন এবং শিরোপা জিতেছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।