ড্যান🍸িয়েল ওয়াট,যিনি ২০১৪ সালে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে একের পর এক প্রেমের প্রস্তাব দিয়েছিলেন। যা নিয়ে পরেচাঞ্চল্য তৈরি হয়েছিল। এখন সেই ড্যানিয়েল ওয়াট ইংল্যান্ড মহিলা দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। বর্তমানে ড্যানিয়েল ওয়াট ও অর্জুন তেন্ডুলকরের ভালো বন্ধু। কিংবদন্তি ব্যাটসম্যান সচিন তেন্ডুলকরের পুত্র বর্তমানে তার বান্ধবী ড্যানিয়েল ওয়াটের সঙ্গে লন্ডনে ভ্রমণ করছেন এবং লাঞ্চ ডেটেও গেলে✅ন।
সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ড্যানিয়েল ওয়াট। ইংল্যান্ডের এই মহিলা ক্রিকেটার, একটি রেস্তোরাঁয় লাঞ্চ করার সময় অর্জুনের ছবি ইনস্টাগ্রামে নিজের স্ট্যাটাসে পোস্ট করেছেন। এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। স🍸কলেই এই ছবি নিয়ে আলোচনাও শুরু ✱করছেন। ছবিতে অর্জুনকে লাঞ্চ করতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন… ভারতকে হারানোর পর অশ্বিনের সঙ্গে গল্প ইংরেজ তꦚারকার, দিলেন শুভেচ্ছাবার্তা!
বলে রাখা দরকার অর্জুনের একজন বড় ভক্ত হলেন ওয়াট। তিনি বহুবার সচিনের ছেলের বোলিংয়ের প্রশংসা করেছেন। তিনি ২🌳০২০ সালে বলেছিলেন যে অর্জুনের বলগুলি দিনে দিনে খেলা কঠিন হয়ে উঠছে।
আরও পড়ুন… ভারতক𓄧ে হারানোর পর অশ্বিনের সঙ্গে গল্প ইংরেজ তারকাꦆর, দিলেন শুভেচ্ছাবার্তা!
ড্যানিয়েল ওয়াট বাঁহাতি অলরাউন্ডার সম্পর্কে বলেছিলেন যে যখনই সচিন এবং তার পরিবার ইংল্যান্ডে আসেন এবং অর্জুন লর্ডসে অনুশীলন করতে আসেন,আমি তাকে নেটে আমার কাছে বল করতে 💝বলি। কিন্তু এখন তার গতি অনেক বেড়ে গেছে। সে সবসময় বলে আমি তোমাকে বাউন্সার ছুঁড়ে দেব এবং তোমার মাথায় আঘাত করব। তাই এখন আমি চাই না সে আর আমার কাছে বল করুক। এখন তার মুখোমুখি হওয়া বিপজ্জনক হয়ে উঠছে।
আরও পড়ুন… ভারতকে হারানোর পর অশ্বিඣনের সঙ্গে গল্প 💟ইংরেজ তারকার, দিলেন শুভেচ্ছাবার্তা!
অর্জুন তেন্ডুলকর এবং ড্যানিয়েল ওয়াট দুজনেই খুব ভালো বন্ধু। সচিনের পরিবার প্রতি বছর গ্রীষ্মে প্রায় দুই মাস ছুটি কাটাতে ইংল্যান্💎ডে যায়। তখন অর্জুনের বিরুদ্ধে নেটে ব্যাট করতে পছন্দ করেন ড্যানিয়েল। অর্জুন গত দুই মরশুমে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের অংশ ছিলেন। তবে তিনি এখনও তার অভিষেকের অপেক্ষায় রয়েছেন। মনে করা হচ্ছ൩ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরের মরশুমটা অর্জুনের জন্য বিশেষ হতে পারে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।