Asian Games, Day 14 Live: ইতিমধ্যেই ভারতীয় অ্যাথলিটরা আজকে টুর্নামেন্টে নামার আগেই পদক নিশ্চিত করে ফেলেছে। সেদিক থেকে দেখতে গেলে ১০০ পার করে গিয়েছে পদক সংখ্যা। যদিও সরকারি ভাবে পদক জিততে হলে নামতে হবে ইভেন্টগুলিতে। আজ একাধিক ফাইনাল ম্যাচ রয়েছে। ফলে সোনার পদকের অপেক্ষඣায় রয়েছে গোটা দেশ। এখনও পর্যন্ত ভারতের ঝুলিতে মোট পদক সংখ্যা ৯৫। যার মধ্য়ে ২২টি সোনা, ৩৪টি রুপো এবং ৩৯টি ব্রোঞ্জ।
Asian Games, Day 14 Live: Cricket- সোনা জয় ভারতের
ভারতীয় মহিলা ক্রিকেট দল আগেই সোনা জিতেছে। এবার আফগ🦄ানিস্তানকে হারিয়ে সোনা জিতল টিম ইন্ডিয়া। সেই সঙ্গে ইতিহাস রচনা করলেন রুতুরাজরা।
Asian Games, Day 14 Live: Wrestling- কোয়ার্টার ফাইনালে যশ
পুরুষদের ৭৪ কেজি ফ্র🐓িস্টাইল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিলেন যশ। কম্বোডিয়ার চেয়াং ছেউনকে ১০-০ ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের ম্যাগোমেট ইভলোয়েভের মুখোমুখি হবেন।
Asian Games, Day 14 Live: Wrestling- পদক নিচ্ছিত দীপক পুনিয়ার
পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজি বিভাগের সেমিফাইনালে উজবেকিস্তানের জাভরাইল শাপিয়েভের বিরুদ্ধে ৪-৩ ব্যবধানি জিতে ফাইনালে জায়গা নিলেন দীপক পুনিয়া। ভারতকে আরও একটি পদক নিশ্চিত করলেন তিনি। ফাইনালে তিনি মুখোমুখি হবেন ইরানের হাসান ইয়াজদানির। পরবর্তী রেসলিং সেশন শুরু হবে ভ🔯ারতীয় সময় দুপুর ২টো ৩০ মিনিটে।
Asian Games, Day 14 Live: Kabaddi- সোনা জয় ভারতীয় মেয়েদের
আজ꧑ কবাডির ফাইনালে চাইনিজ তাইপের বিরুদ্ধে খেলতে নামে ভারতীয় মহিলা দল। ফাইনালে চাইনিজ তাইপেকে উড়িয়ে দিলেন ভারতীয় মেয়েরা। সেই সঙ্গে🎐 তারা সোনা জিতল। সেই সঙ্গে ভারত এশিয়াডে ১০০টি পদক নিজেদের ঝুলিতে নিয়ে নিল।
Asian Games, Day 14 Live: Archery- পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সোনা এবং রুপো
তিরন্দাজিতে পুরুষদে💎র ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা এবং রুপো এলো। এদিন ফাইনালে ভ🍌ারতের দুই তিরন্দাজ একে অপরের মুখোমুখি হন। ওজাস দেওয়াতলে নামেন অভিষেক বর্মার বিরুদ্ধে। অভিষেককে হারিয়ে দেন ওজাস। সেই সঙ্গে সোনা জেতেন তিনি। এবং অভিষেক রুপো জেতেন। ম্যাচের ফলাফল ১৪৯-১৪৭।
Asian Games, Day 14 Live: Archery- সোনা জিতলেন জ্যোতি
এশিয়াডের শুরুটা বেশ ভালো ভালো হল আজ। বিশেষ করে তিরন্দাজিতে। ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন অদিতি। এবার কোরিয়াকে হারিয়ে কমপাউন্ড ব্যক্তিগত ইভেন্টে সোন🅷া জিতলেন জ্যোতি সুরেখা ভেন্নাম। ম্যচের ফলাফল জ্যে꧑াতি ১৪৯, এবং চিয়েউন ১৪৫।
Asian Games, Day 14 Live: Archery- ব্রোঞ্জ জিতলেন অদিতি
আজকের ভারতের প্রথম পদক এলো। ব্রোঞ্জ জিতলেন অদিতি স্বামী। ব্যাক্তি𝄹গত ইভেন্টে ব্রোঞ্জ জিতলেন তিনি।
Asian Games, Day 14 Live: আজ ভারতের গুরুত্বপূর্ণ ইভেন্ট
তিরন্দাজ-কম্পাউন্ড মহিলাদের ব্যক্তিগত ব্রোঞ্জ পদক ম্যাচ: অদিতি স্বামী- সকাল ৬:১০কম্পাউন্ড মহিলাদের ব্যক্তিগত সোনার পদক ম্যাচ- জ্যোতি সুরেখা ভেন্নাম-৬:৩০পুরুষদের ব্যক্তিগত ইভেন্টে সোনার পদক ম্যাচ- অভিষেক বর্মা বনাম ওজস দেওতালে- সকাল ৭টা ১০-য়ে নামবে। ব্যাডমিন্টন-পুরুষদের ডাবলসের ফাইনাল- সাতবিক/চিরাগ বনাম কিম ওন-হো/চোই সোলগিউ (কোরিয়া)- ম্যাচ শুরু সকাল সাড়ে ১১টা।পুরুষদের কায়াক সেমিফাইনাল- শুভম কেওয়াত, হিতেশ কেওয়াত- সকাল ৬:৫৫ মিনিট। দাবা-বিদিত গুজরাটী, গুকেশ ডি., অর্জুন এরিগাইস, আর. প্রজ্ঞানান্ধা - পুরুষদের দল রাউন্ড ৯ (ফাইনাল)- দুপুর সাড়ে ১২টা।কোনেরু হাম্পি, ভান্তিকা আগরওয়াল, বৈশালী রমেশবাবু, সাবিতা শ্রী বাস্কর - মহিলা দল রাউন্ড ৯ (ফাইনাল)- দুপুর সাড়ে ১২টা থেকে শুরু।ক্রিকেট-পুরুষ দল বনাম আফগানিস্তান - পুরুষদের ক্রিকেট ফাইনাল - সকাল সাড়ে ১১টা।হকি-মহিলা দল বনাম জাপান - হকি - ব্রোঞ্জ মেডেল ম্যাচ - দুপুর ১টা ৩০ মিনিট।জু-জিতসু-উমা মহেশ্বর - পুরুষদের- ৮৫ কেজি রাউন্ড অফ ৩২ - সাড়ে ৬টা থেকে ম্যাচ শুরু।কিরণ কুমারী- মহিলাদের- ৬৩ কেজি রাউন্ড অফ ১৬ - ম্যাচ শুরু সাড়ে ৬টা থেকে।অমরজিৎ সিং - পুরুষদের - ৮৫ কেজি রাউন্ড অফ ৩২ - সাড়ে ৬টা থেকে শুরু।(অন্যান্য রাউন্ড যোগ্যতা সাপেক্ষে)।কাবাডি-মহিলাদের দল বনাম চাইনিজ তাইপেই- মহিলাদের ফাইনাল - সাতটার সময় নামবে।পুরুষ দল বনাম ইরান -ফাইনাল- সাড়ে ১২টা থেকে শুরু।রোলার স্কেটিং-সাই সংহিতা - ডব্লিউ লেডিস আর্টিস্টিক সিঙ্গেল ফ্রি স্কেটিং লং প্রোগ্রাম ফাইনাল- সাড়ে ৮টা।টেনিস-রাগ শ্রী মনোগরবাবু কুলন্দাইভেলু - মহিলাদের একক কোয়ার্টার ফাইনাল - সকাল সাড়ে সাতটা।অনিকেত প্যাটেল - পুরুষদের একক কোয়ার্টার ফাইনাল - সকাল ৭টা ৩০ মিনিট।স্পোর্ট ক্লাইম্বিং-সানিয়া ফারুক এবং শিবানী চরক – ডাব্লু ইন্ডিভিজুয়াল বোল্ডার সেমিফাইনাল – সকাল সাড়ে ৬টা।সানিয়া ফারুক এবং শিবানী চরক - ব্যক্তিগত লিড সেমিফাইনাল - ১০টা ৫০ মিনিট।ভলিবল-ভারত বনাম হংকং, চীন - মহিলাদের ভলিবল নবম থেকে দশম শ্রেণিবিন্যাসের ম্যাচ- সকাল ৮টা। কুস্তি-দীপক পুনিয়া - পুরুষদের ফ্রিস্টাইল ৮৬ কেজি কোয়ালিফিকেশন রাউন্ﷺড (পে🍌ন্ডিং কোয়ালিফিকেশন) - সকাল সাড়ে ৭টা।পুরুষদের ফ্রিস্টাইল ৯৭ কেজি- সকাল সাড়ে সাতটা।
Asian Games, Day 14 Live: নমস্কার! সুপ্রভাত
নমস্কার! সুপ্রভাত। হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে আপদের স্বাগত। প্রত্যেক দিনের মতো আজও আমরা 🎉এশিয়ান গেমসের লাইভ আ꧅পডেট দিতে প্রস্তুত। আজ ভারতের ঝুলিতে একাধিক ইভেন্ট থেকে সোনা আসার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে যেমন ক্রিকেট রয়েছে। ঠিক তেমনই মহিলাদের কবাডি রয়েছে। এছাড়াও ব্রোঞ্জ মেডেল ম্যাচে নামবেন ভারতীয় অ্যাথলিটরা। এশিয়ান গেমসের সব আপডেটের জন্য চোখ রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।