শোয়েব আখতারকে বিতর্কের পোষ্যপুত্র বলার পিছনে যথাযথ কারণ থাকলেও ২০০৭-এর কুখ্যাত ঘটনার কথা পাক ক্রিকেটমহল কখনও ভুলবে বলে মনে♎ হয় না। ড্রেসিংಞরুমে সতীর্থ মহম্মদ আসিফকে ব্যাট দিয়ে মারার জন্য শোয়েব আখতারকে দক্ষিণ আফ্রিকায় টি-২০ বিশ্বকাপের আসর থেকে দেশে ফেরত পাঠানো হয়েছিল সেবার।
নিজের আত্মজীবনীতে সেই ঘটনার কথা উল্লেখ করে পরিস্থিতি জটিল করে তোলার জন্♎য আফ্রিদিকেই দায়ি করেছিলেন আখতার। তিনি লেখেন, ‘আফ🐼্রিদিই পরিস্থিতি জটিল করে তোলে। আমি ওদের দু’জনকে লক্ষ্য করেই ব্যাট চালিয়েছিলাম। আফ্রিদি কোনও রকমে এড়িয়ে যায়। আসিফ পারেনি। ব্যাটটা গিয়ে লাগে ওর উরুতে এবং ও পড়ে যায়। আমি পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়েছিলাম। আমি কখনই এমন ব্যবহার করি না, বিশেষ করে ড্রেসিংরুমে।'
আখতারের সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিলেন আফ্রিদি। পরিস্থিতি জটিল করার বিষয়টি অস্বীকার করেন করেন তিনি। Samaa.tv-র সাক্ষাকত্কারে আফ্রিদি বলেন, ‘নিছক মস্করা করছিলাম এবং আ🤡সিফ আমাকে সমর্থন করে। শোয়েব রেগে গিয়ে এমন কাণ্ড ঘটিয়ে বসে। তবে শোয়েবের মনটা নিতান্ত ভালো।’
নিজের কেরিয়ারের শুরুর দিকের কথা বলতে গিয়ে আফ্রিদি জানান যে, তাঁর পিতা চাইতেন ক্রিকেটের বদলে তিনি যে😼ন পড়াশোনায় মনোসংযোগ করেন। তারকা অল-রাউন্ডার এও জানান যে, পরের দিন ম্যাচ থাকলে তিনি কিট ব্যাগ নিয়েই ঘুমোতে যেতেন, যাতে মাঠে যেতে দেরি না হয়ে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।