বিরাট কোহলি নাকি বাবর আজম - কে সেরা ব্যাটার? সেই তর্কে সম্ভবত কোনওদিন ইতি পড়বে না। তা মোটামুটি নিশ্চিত। তবে আরও একটি বিষয় কার্যত নিশ্চিত, বিশ্ব ক্রিকেটের দুই মহাতারকার একে অপরের প্রতি যে শ্রদ্ধাಞ আছে, তা কোনওদিন কমবে না। আজ আরও একবার সেই প্রমাণ দিলেন বাবর।
বিরাটের আরও একবার ব্যর্থতার পর বাবর বিশেষ বার্তা দিলেন। শুক্রবার (ইংরেজি মতে) রাতে সোশ্যাল মিডিয়ায় বিরাটের সঙ্গে নিজের ছবি (গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেরᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ সময় তোলা হয়েছিল সেই ছবি) পোস্ট করে পাকিস্তানের ক্রিকেট দলের অধিনায়ক লিখলেন, ‘এটাও (খারাপ সময়) কেটে যাবে। মনোবল বজায় রাখ।’
অর্থাৎ বাবরের বার্তাটা স্পষ্ট ছিল, হতে পার তুমি আমার প্রতিপক্ষ। কিন্তু লড়াইটাౠ শুধু মাঠে। বাকিটা শুধু অপরিসীম শ্রদ্ধা (সেরা খেলোয়াড়দের যে অপরিসীম শ্রদ্ধা সম্ভবত এতদিন শুধুমাত্র টেনিসেই দেখা যেত)। তাই তো বাবর মনেপ্রাণে আশা করতে পারেন, বিশ্ব ক্রিকেটের অন্যতম স্তম্ভ বিরাটকে ফর্মে ফিরতেই হবে। তবেই তো বাকি স্তম্ভের (পড়ুন বাবর, স্টিভ স্মিথদের মতো তারকরাღ) উপর ভিত্তি করে বিশ্ব ক্রিকেটের ‘প্রাসাদ’ টিকে থাকবে। একটা স্তম্ভ নড়ে গেলে তো স্বপ্নের ‘প্রাসাদ’ নড়বড়ে হয়ে যাবে।
আরও পড়ুন: ২০২২-এ সব ফর্ম্যাট মি𒊎লিয়ে এখনও পর্যন্ত ১৯টি ম্যাচ মিস করলেন কোহলি!
সম্প্রতি একেবারে ছন্দে নেই বিরাট। টেꦍস্ট, একদিনের ম্যাচ বা টি-টোয়েন্টি - কোথাও সেই পুরনো কোহলিকে দেখা যাচ্ছে না। কখনও কখনও শুরুতেই আউট হয়ে যাচ্ছেন। কখনও কখনও আবার ভালো শুরু করেও ড্রেসিংরুমে ফিরতে হচ্ছে বিরাটকে। এমনকী একটি মহল থেকে বিরাটকে দল থেকে বাদ দেওয়ারও দাবি উঠছে। তাতে খুব বেশি বিশেষজ্ঞদের সায় না থাকলেও বিরাটের উপর যে ক্রমশ চাপ বাড়ছে, তা স্পষ্ট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।