মাঠে লাগাতার রান করে যাচ্🌳ছেন। তা নিয়ে কার্যত কেউ কোဣনও প্রশ্ন তোলার সুযোগ পাচ্ছেন না। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ ভিন্ন কারণে ট্রোলের মুখে পড়লেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। 'ইংরেজি বলার ধরণ' নিয়ে পাকিস্তানের সেরা ব্যাটারকে কটাক্ষ করলেন নেটিজেনদের একাংশ।
গত বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচে নেদারল্যান্ডসকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে পাকিস্তান। ৬৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন বাবর। সেইসঙ্গে মহম্মদ রিজওয়ান (৮২ বলে অপরাজিত ৬৯ রান) এবং আ🧸গহা সলমনের (৩৫ বলে অপরাজিত ৫০ রান) সুবাদে ১৬ ওভার বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় ১৮৭ রান তুলে নেয় পাকিস্তান।
ম্যাচের পর ইংরেজিতে বাবর বলেন, ‘পেস বোলারর𒈔া ভালো বল করেছে। নয়া বলে ভালো বোলিং করেছে ওরা। পরেꦍ স্পিনাররা ভালো বল করেছে। তাই আমরা আনন্দিত। সকালে মাঠে স্যাঁতস্যাঁতে ভাব ছিল। তাই আমি প্রথমে বল করতে চেয়েছিলেন। গতকাল পিচ ঢাকা ছিল। তবে পেসার এবং স্পিনারদের কৃতিত্ব প্রাপ্য। আমরা বিভিন্ন রকমের একাদশ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছি। সলমন নিজের জাত চিনিয়েছে। ও আজ খুব ভালো খেলেছে। পরের ম্যাচের দিকে তাকিয়ে আছি।’
আরও পড়ুন: পাকিস্♊তানের টিম মিটিং এই ঠিক হয়েছিল সৌরভের পাঁজরে আঘাত করতে হবেꩵ, শোয়েব আখতার
তবে ম্যাচের ফলাফল, বাবরের বিশ্লেষণ ছাপিয়ে পাকিস্তানের অধিনায়ক 'ইংরেজি বলার ধরণ' নিয়ে কটাক্ষ শুরু করেন নেটিজেনদের একাংশ। বাবরের একটি ভিডিয়োও তৈরি করে ফেলেন একজন। যে ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। একজন বলেন, ‘এর থেকে তো সরফরাজও (পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সরফরাজ খান) ভালো ইংরেজি বলতেন।’ অপর একজন বলেন, ‘প্রতিটি ম্যাচের সঙ্গে বাবর আজমের ইংরেজি আরও ভালো হচ্ছে। দারুণ �🍸�বিষয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।