শুভব্রত মুখার্জি: ভারতের ইতিহাসে অন্যতম সেরা অলিম্পিয়ান তিনি। তিনি হলেন পিভি🌸 সিন্ধু। দুবারের অলিম্পিক পদকজয়ী এবং তাঁর সমর্থকদের জন্য এবার এল অত্যন্ত খারাপ খবর। Badminton Rankings-এ প্রথম দশের ꧋বাইরে ছিটকে গেলেন তারকা শাটলার। বিডব্লুএফ প্রকাশিত সাম্প্রতিক ক্রমতালিকায় প্রথম দশের বাইরে চলে গিয়েছেন সিন্ধু। গত সপ্তাহেই সুইস ওপেন থেকে ছিটকে গিয়েছিলেন। শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়েছিলেন তিনি। তারপরেই এল এই খারাপ খবর।
আরও পড়ুন… পাকিস্তান পেল আরও এক ভয়ঙ্🉐কর পেস বোলার! তরুণ পাক পেসারের বলে রক্তাক্ত আফগান ব্যাটার
প্রসঙ্গত প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন সিন্ধুর কেরিয়ারের সব থেকে ভালো র্যাঙ্কিং ছিল ২ নম্বর। ২০১৬ সালের নভেম্বর মাস থেকে টানা তিনি ব্যাডমিন্টনের বিশ্ব ক্রমতালিকায় ছিলেন প্রথম দশের মধ্যে। এই প্রথমবার 👍১০ থেকে ছিটকে যেতে হল তাঁকে, অর্থাৎ দশের নীচে নামতে হল তাঁকে। সদ্য প্রকাশিত তালিকায় দু ধাপ নীচে নেমে গিয়েছেন তিনি। এই মুহূর্তে তিনি রয়েছেন ১১ নম্বরে। তাঁর ঝুলিতে রয়েছে ৬০,৪৪৮ পয়েন্ট। ২৭ বছর বয়সি এই হায়দরাবাদি শাটলার এই মরশুমে প্রথম থেকেই সমস্যায় রয়েছেন। রয়েছে তাঁর ধারাবাহিকতার অভাব। ফর্মও খুব একটা ভালো নেই তাঁর। চলতি মরশুমে এখনও বলার মতন সে রকম কোনও সাফল্য পাননি পিভি সিন্ধু।
আরও পড়ুন… KKR নয় কোন টিমে যোগ দিচ্ছেন স্টিꦚভ স্মিথ༒, অবশেষে মিলল তথ্য
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।