শুভব্রত মুখার্জি:- ভারতীয়💦 কুস্তিতে সমস্যা মিটেও যেন মেটার নাম নিচ্ছে না। কোনও না কোনও বিতর্ক বারবার মাথাচাড়া দিচ্ছে। আর একের পর এক বিতর্কে কার্যত জেরবার ভারতীয় রেসলিং ফেডারেশন। ফেডারেশন বনাম কুস্তিগীরদের একাংশের মনোমালিন্য অব্যাহত।
কয়েকদিন আগেই ভারতীয় রেসলিং ফেডারেশনের তরফে আমন্ত্রণ পাঠানো হয়েছিল 'বিদ্রোহী' তিন কুস্তিগীরকে। যাঁদের মধ্যে ছিলেন বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট এবং সাক্ষী মালিক। আসন্ন দুটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার জন্য আযܫ়োজন করা হয়েছে জাতীয় ট্রায়ালের। সেখানেই অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় তাঁদের। সেই আমন্ত্রণ এবার প্রত💯্যাখ্যান করেছেন বজরং পুনিয়া। তিনি এখানেই থেমে থাকেননি। কুস্তি ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে এবার তিনি আদালতের দ্বারস্থও হয়েছেন।
দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েꦫছেন বজরং পুনিয়া। যুগ্মভাবে তিনি একটি পিটিশন দাখিল করেছেন। এই জাতীয় ট্রায়ালের উপর স্থগিতাদেশ চেয়ে আপিল করেছেন তিনি। উল্লেখ্য আগামী ১০ এবং ১১ মার্চ জাতীয় ট্রায়াল হওয়ার কথা রয🦹়েছে। যার মধ্যে দিয়ে আসন্ন প্যারিস অলিম্পিকের কোয়ালিফায়ারেরও যোগ্যতা নির্ধারণ করার কথা রয়েছে।
সূত্র মারফত জানা যাচ্ছে বজরং পুনিয়া, ভিনেশ ফোগাট, সাক্ষী মালিক এবং তাঁর স্বামী স্যাটিওয়ার্ট কাডিয়ান বুধবারেই এই বিষয়টি নিয়ে কোর্টের দ্বারস্থ হয়েছেন। শুক্রবার এই বিষয়টির শুনানি হওয়ার কথা রয়েছে। যদিও বজরংয়ের তর💦ফে পিটিশন দাখিল করার বিষয🦹়টি নিশ্চিত করা হয়নি। তবে বজরং পুনিয়া কুস্তির বিষয়টি নিয়ে সরকারের মুখে কুলুপ এঁটে থাকার দিকটি তুলে ধরে তাঁর অসন্তোষ ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত আগামী মাসে কিরগিজস্তানে এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ এবং অলিম্পিক গেমসের কোয়ালিফায়ার অনুষ্ঠিত হবে। এই দুটি টু্র্নামেন্টের ভারতীয় দল বাছাইয়ের জন্য অনুষ্ঠিত হবে জাতীয় ট্রায়াল। আর সেই ট্রায়ালের বিরুদ্ধেই কোর্টে গিয়েছেন ব🌱জরংরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।