ཧ এলিট-এ গ্রুপ থেকে এক নম্বর দল হিসেবে নক-আউটে ওঠে বাংলা। তারা কোয়ার্টার ফাইনালে এলিট-সি গ্রুপের দু'নম্বর দল ঝাড়খণ্ডের বিরুদ্ধে মাঠে নামবে। উল্লেখযোগ্য বিষয় হল, গ্রুপ চ্যাম্পিয়ন দল শেষ আটের ম্য়াচ খেলবে নিজেদের ঘরের মাঠে। সুতরাং, বাংলা ইডেনে খেলতে নামবে কোয়ার্টার ফাইনাল ম্য়াচ।
🍒 একই রকমভাবে এলিট-বি, এলিট-সি ও এলিট-ডি গ্রুপের এক নম্বর দল যথাক্রমে সৌরাষ্ট্র, কর্ণাটক ও মধ্যপ্রদেশ তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে নিজেদের ডেরায়। শেষ আটের চারটি ম্যাচ খেলাল হবে ৩১ জানুয়ারি থেকে।
কারা রঞ্জির কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পায়:-🌃চারটি এলিট গ্রুপের প্রথম ২টি করে দল কোয়ার্টার ফাইনালের টিকিট হাতে পায়।
এলিট-এ গ্রুপে কারা প্রথম দুইয়ে থাকে:-১. বাংলা: ম্যাচ-৭, জয়-৪, ড্র-২, হার-১, পয়েন্ট-৩২ꦓ২. উত্তরাখণ্ড: ম্যাচ-৭, জয়-৩, ড্র-৪, হার-০, পয়েন্ট-২৯
এলিট-বি গ্রুপে কারা প্রথম দুইয়ে থাকে:-১. সৌরাষ্ট্র: ম্যাচ-৭, জয়-৩, ড্র-২, হার-২, পয়েন্ট-২৬♐২. অন্ধ্র: ম্যাচ-৭, জয়-৪, ড্র-১, হার-২, পয়েন্ট-২৬
এলিট-সি গ্রুপে কারা প্রথম দুইয়ে থাকে:-১. কর্ণাটক: ম্যাচ-৭, জয়-৪, ড্র-৩, হার-০, পয়েন্ট-৩৫𒀰২. ঝাড়খণ্ড: ম্যাচ-৭, জয়-৩, ড্র-২, হার-২, পয়েন্ট-২৩
এলিট-ডি গ্রুপে কারা প্রথম দুইয়ে থাকে:-১. মধ্যপ্রদেশ: ম্যাচ-৭, জয়-৫, ড্র-১, হার-১, পয়েন্ট-৩৩ꦺ২. পঞ্জাব: ম্যাচ-৭, জয়-৩, ড্র-৪, হার-০, পয়েন্ট-২৭
রঞ্জির কোয়ার্টার ফাইনালের সূচি:-প্রথম কোয়ার্টার ফাইনাল: বাংলা বনাম ঝাড়খণ্ডদ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: সৌরাষ্ট্র বনাম পঞ্জাবতৃতীয় কোয়ার্টার ফাইনাল: কর্ণাটক বনাম উত্তরাখণ্ড🦂চতুর্থ কোয়ার্টার ফাইনাল: মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশ
কবে অনুষ্ঠিত হবে কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলি:-𝔉৩১ জানুয়ারি থেকে শুরু হবে চলতি রঞ্জি ট্রফির ৪টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ।
কোথায় খেলা হবে কোয়ার্টার ফাইনাল ম্য়াচগুলি:-✱১. বাংলা বনাম ঝাড়খণ্ড প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
ಌ ২. সৌরাষ্ট্র বনাম পঞ্জাব দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলা হবে রাজকোটের সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে।
🐓 ৩. কর্ণাটক বনাম উত্তরাখণ্ড তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলা হবে বেঙ্গালুরুর এন চিন্নাস্বামী স্টেডিয়ামে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।