'লেজেন্ডস'-দের লিগ। কিন্তু বাংলাদেশ লেজেন্ডসের খেলোয়াড়রা এমন হাস্যকার কাণ্ড করলেন যে মনে হচ্ছিল 'গলি ক্রিকেট' চলছে। সেই ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। নেটিজেনরা তুমুল ট্রোল করছেন বাংলাদেশের লেজে🌟ন্ডসকে।
মঙ্গলবার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে শ্রীলঙ্কা লেজেন্ডসের বিরুদ্ধে ৭০ রানꦡে হেরে গিয়েছে বাংলাদেশ লেজেন্ডস। সেইসব ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা গিয়েছে, শ্রীলঙ্কার ব্যাটার লেগ সাইডে মারতে গেলেও ব্যাটের উপরের অংশে লেগে বলটা উইকেটের পিছনের দিকে চলে যায়। উইকেটকিপা🍌রের মাথার উপর দিয়ে বলটা কিছুটা উড়ে যায়।
♕ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, সেই বল ধরতে পিছন থেকে ছুটছেন বাংলাদেশের উইকেটকিপার। কিন্তু তাঁকে দেখেই মনে হচ্ছিল যে বলটা ধরতে পারবেন না। ঠিক সেটাই হয়। বাংলাদেশের উইকেটকিপারের কিছুটা সামনে বল পড়ে। তিনি অবশ্য আগেই হাল ছেড়ে দেন। ততক্ষণে শ্রীলঙ্কার ব্যাটাররা এক রান ꦗনিয়ে নেন। তবে তখনও বল ধরতে পারেননি বাংলাদেশের খেলোয়াড়রা। অপর এক ফিল্ডার যতক্ষণে বল ধরেন, ততক্ষণে আরও এক রান নিয়ে ফেলে শ্রীলঙ্কা। তারপরই আরও হাস্যকর ঘটনা ঘটে।
ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, বলটা হাতে ধরে হেঁটে-হেঁটে আসছেন বাংলাদেশের ফিল্ডার। ততক্ষণে আরও এক রানের (তৃতীয় রান) জন্য দৌড়ান শ্রꦛীলঙ্কার ব্যাটাররা। তা দেখে নন-স্ট্রাইকার এন্ডের দিকে বল ছোড়েন ফিল্ডার। কিন্তু এমন জায়গায় বল ছোড়েন যে বাংলাদেশের কোনও ফিল্ডার সেখানে ছিলেন না। তার ফলে দৌড়ে আরও রান নিয়ে ফেলেন শ্রীলঙ্কার ব্যাটাররা। অর্থাৎ দৌড়ে চার রান নেন তাঁরা।
সেই হাস্যকর ঘটনার জেরে স্বভাবতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় ভিডিয়োটি। এক নেটিজেন লেখেন, 'এটা আমি কী দেখে ফেললাম!' অপর একজন কটাক্ষ করেন, 'এমনিতেই বিশ্বমানের বোলিং। তাতে য🐽োগ হয়েছে বিশ্বমানের ফিল্ডিং।' একইসুরে অপর এক নেটিজেন খোঁচা দেন, 'বিশ্বমানের ক্রিকেট দল।' আরও এক ভারতীয় নেটিজেন বলেন, 'দেখে মনে হচ্ছে যেন ইউরোপিয়ান ক্রিকেট লিগ চলছে। কিন্তু আদতে এটা লেজেন্ডদের (কিংবদন্তীদের) লিগ।' অপর একজন বলেন, 'আমার কিছু বলার নেই।' অপর একজন আবার সেই হাস্যকর ভিডিয়ো রিটুইট করে বলেন, 'আপনার এই সপ্তাহটা কেমন চলছে? নিশ্চয়ই এর থেকে ভালো।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।