লিওনেল মেসির বার্সেলোনা হতাশ করেছে। কিন্তু সেই হতাশায় কিছুটা হলেও প্রলেপ লাগালেন বার্সার মহিলা দল। মেসিদের লা-লিগায় খেতাবের লড়াই থেকে ছিটকে যাওয়ার দিনে ইউরোপ সেরার ট্রফি জিতল ﷽বার্সার মেয়েরা। তারা মাত্র ৩৬ মিনিটেই চ্যাম্পিয়ন্স লিগ পকেটে পুড়ে ফেলে। ভাবছেন কী ভাবে?
রবিবার রাতে চেলসির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনꦓাল খেলতে নেমেছিল বার্সা। ম্যাচের প্রথমার্ধেই ৩৬ মিনিটে মধ্যে ৪-০ এগিয়ে যান বার্সেলোনার মেয়েরা। এর পর আর পিছনে ফিরে তাঁদের তাকাতে হয়নি। এই প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পেলেন বার্সার মেয়েরা।
নিতান্তই একপেশে একটি ম্যাচ ছিল। যেখানে বার্সার মেয়েরা আত্মবিশ্বাসে টগবগ করছিলেন, সেখানে চেলসি যেন বড়ই ম্যারম্য🥀ারে, বেমানান। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নামার আগেই গত সপ্তাহে উইমেন্স সুপার লিগ খেতাব জিতেছে বার্সেলোনা। যে কারণে আত্মবিশ্বাসটাও ছিল বেশি। আর সেই আত্মবিশ্বাসই রবিবার রাতে ধরা পড়েছে গুটেনবার্গে। ৪-০ চেলসিকে কার্যত উড়িয়ে দেন বার্সেলোনার মেয়েরা।
ম্যাচের প্রথম মিনিট থেকেই নিজেদের দাপট দেখাতে শুরু করে বার্সেলোনা। তাদের দ্রুত পাসিং ফুটবলের সামনে কার্যত খেই হারিয়ে ফেলে চেলসি। ম্যাচের প্রথম মিনিটেই হোঁচট খায় ইংল্যান্ডের দলটি। চেলসির জার্মান মিড🥃-ফিল্ডার মেলানি লিওপোলজ আত্মঘাতী গোল করে বসেন। স্বাভাবিক ভাবেই বাড়তি অক্সিজেন পেয়ে যায় বার্সা।
১৪ মিনিটে ফের আরও একটা ভুল করেন সেই লিওপোলজই। বক্সের মধ্যে ইয়াননি হারমোসোকে ফাউল করায় পেনাল্টি পেয়ে যায় বার্সেলোনা। ব্যবধান বাড়াতে কোনও ভুল করেনি আলেকজিয়া পুতেয়াস। ২০ মিনিটে ৩-০ করেন স্প্যানিশ মিডফিল্ডার আইতানা 🐲বোনমাতি। আইতানাই ম্যাচের সেরা হন। ৩৬ মিনিটে চেলসির কফিনে শেষꦓ পেরেকটি পোঁতেন ক্যারোলিন গ্রাহাম হাঁসেন। বিরতির আগেই ৪-০ পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি চেলসি।
বার্সার মেয়েরা এর আগে ২০১৯ সালে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিলেন। কিন্ত🌄ু জিততে পারেননি। এ বার তাই ষোলকলা পূরণ করে নিলেন। চেলসি এই প্রথম বার চ্য়াম্পিয়ন্স লিগের ফাইনাল খেলল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।