আন্তর্জাতিক ক্রিকেটমহলে ব্যাজবল নিয়ে চর্চা তুঙ্গে। টেস্টে ইংল্যান্ড ক্রিকেট দলের আগ্রাসী൲ ব্য়াটিং স্টাইলে মজে ক্রিকেটপ্রেমীরা। তবে রবিচ♋ন্দ্রন অশ্বিনের স্পষ্ট মত, ভারতের ক্রিকেট সংস্কৃতির সঙ্গে কখনই মানানসই নয় ব্যাজবল। কারণ জানাতে গিয়ে এক্ষেত্রে অশ্বিন কিছু তেতো সত্যি কথাও বলে ফেলেন নিজের ইউটিউব চ্যানেলে।
অশ্বিনের দাবি, ব্যাজবল স্টাইলে ক্রিকেট খেলতে হলে ব্যাটসম্যানদের 'টক্কা না হয় ফক্কা' মানসিকতা নিয়ে মাꦓঠে নামতে হবে। সফল হলে প্রশংসা জুটবে সন্দেহ নেই। তবে ব্যর্থ হলেই কোপ পড়বে ঘাড়ে। কেননা ভারতের নির্বাচক অথবা সমর্থক, কেউই ক্রিকেটারদের ব্যর্থতাকে প্রশ্রয় দেয় না। ব্যর্থতায় পাশে থাকে না কেউ। তাই ব্যাজবল ক্রিকেট ইংল্যান্ডের জন্যই ঠিক আছে, ভারতীয় ক্রিকেট দলে তা নিতান্ত অকেজো।
অশ্বিন বলেন, ‘আমরা টেস্টে খুব ভালো খেলছি। তবে খুব তাড়াতাড়িই আমদের প্রজন্ম বদলের মধ্য দি🧸য়ে যেতে হবে। এই সময়টা মোটেও সহজ হয় না। ইতিউতি সমস্যা লেগেই থাকবে। ধরা যাক এই পর্যায়েই ভারত ব্যাজবল ক্রিকেট🎉কে আঁকড়ে ধরল। ধরুন কোনও এক খেলোয়াড় হ্যারি ব্রুকের মতো অহেতুক ব্যাট চালিয় আউট হয়ে বসল এবং আমরা ২টো টেস্ট হেরে বসলাম। তখন কী হবে? আমরা কী তখন ব্যাজবল এবং সেই প্লেয়ারদের সমর্থন করব?’
টিম ইন্ডিয়ার তারকা স্পিনার পরক্ষণেই বলেন, ‘এমনটা হলে আমরা প্রথম একাদশের অন্তত চারজন প্লেয়ারকে বাদ দিয়ে দেব। আমদের ক্রিকেট সংস্কৃতি বরাবরই এরকম। আমরা অন্যদের খেলার স্টাইল অনুকরণ করতে পারি না। কারণ এটা তাদের জন্য কার্যকরী। এটা 🌺তাদের জন্য উপযুক্ত কারণ তাদের ম্যানেজমেন্ট এমন নীতি আঁকড়ে ধরে এবং নির্বাচকরা এমন স্টাইলে খেলার জন্য প্লেয়ারদের সমর্থন করে। এমনকি তাদের সমর্থকরা ও টেস্ট দেখতে আসা দর্শকরাও খেলোয়াড়দের পাশে থাকে। আমাদের ক্ষেত্রে সেটা সম্ভব নয়।’
ঘরের মাঠে আসন্ন ওয়ান ডে বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলার সময় অশ্বিন ক্রিকেটারদের পাশে🎃 থাকার জন্য সমর্ꩲথকদের আহ্বান জানান। তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতা মোটেও সহজ কাজ নয় বন্ধুরা। শুধুমাত্র বিশেষ কিছু ক্রিকেটারকে খেলিয়ে বা কিছু খেলোয়াড়কে বাদ দিয়ে বিশ্বকাপ জেতা যায় না। নেপথ্যে থেকেও আমাদের সবার ভূমিকা থাকে। আমরা প্রায় সব বড় টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছি। তবে বিশেষ সেই দিনটায় আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।